ইংল্যান্ডে ফিটনেস টেস্ট দিয়ে নজির গড়লেন বিরাট কোহলি, বেঙ্গালুরুতে পরীক্ষা দিলেন বাকিরা
ভারতীয় ক্রিকেটের অন্যতম বড় তারকা বিরাট কোহলিকে নিয়ে চলা জল্পনার অবসান ঘটল।

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১২:২৫: ভারতীয় ক্রিকেটের অন্যতম বড় তারকা বিরাট কোহলিকে নিয়ে চলা জল্পনার অবসান ঘটল। বি সি সি আই(BCCI)-এর সেন্টার অব এক্সেলেন্স (COE), বেঙ্গালুরুতে না গিয়ে ইংল্যান্ডেই নিজের ফিটনেস টেস্ট সম্পন্ন করেছেন তিনি। এর ফলে তিনি বর্তমান ভারতীয় ক্রিকেটারদের মধ্যে প্রথম, যিনি বিদেশে থেকে বোর্ডের অধীনে এই পরীক্ষা দিয়েছেন।
কোহলি শেষবার মাঠে নেমেছিলেন আইপিএল ২০২৫-এ। এর পর থেকে আর তিনি এখনও অবধি আর কোনও প্রতিযোগিতামূলক ক্রিকেট ম্যাচ খেলেননি। অক্টোবর মাসে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওডিআই সিরিজে তিনি আবার ভারতীয় দলের জার্সিতে ফিরবেন বলে আশা করা হচ্ছে। বর্তমানে তিনি টেস্ট ও টি-টোয়েন্টি ক্রিকেট থেকে অবসর নিয়েছেন এবং একমাত্র ৫০ ওভারের ফরম্যাটেই খেলেছেন।
একটি সর্বভারতীয় সংবাদ সংস্থার -এর একটি প্রতিবেদনে দাবি করা হয়েছে, বিরাটের এই ফিটনেস টেস্ট সম্পূর্ণভাবে বোর্ডের অনুমোদিত ছিল। একটি সূত্র জানিয়েছে, বিরাট কোহলির মতো সিনিয়র ক্রিকেটার কখনই অনুমতি ছাড়া এ ধরনের পদক্ষেপ নিতেন না। অন্যদিকে, রোহিত শর্মা, শুভমন গিল, হার্দিক পান্ডিয়া সহ সমস্ত ক্রিকেটার বেঙ্গালুরুর সেন্টার অব এক্সেলেন্সে উপস্থিত হয়ে তাঁদের ফিটনেস টেস্ট সম্পন্ন করেছেন।
প্রথম দফার পরীক্ষায় খেলোয়াড়দের চোট থেকে সেরে ওঠার শক্তি যাচাই করা হয়। রিপোর্ট অনুযায়ী, বেশিরভাগ ক্রিকেটারই নির্ধারিত তৈরি মান পূরণ করেছেন। যাঁরা প্রথম দফায় অংশ নিতে পারেননি, যেমন ঋষভ পন্থ, রবীন্দ্র জাডেজা, কে এল রাহুল, আকাশ দীপ এবং নীতিশ রেড্ডি তাঁরা সেপ্টেম্বরে ফিটনেস টেস্ট দেবেন।
এই টেস্টে প্রথম দফায় যারা পাশ করেছেন তারা হলেন, রোহিত শর্মা, শুভমন গিল, মহম্মদ শামি, কুলদীপ যাদব, সঞ্জু স্যামসন, শার্দুল ঠাকুর, যশস্বী জয়সওয়াল, হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, শিবম দুবে, শ্রেয়াস আইয়ার, রুতুরাজ গায়কোয়াড়,রজত পতিদার, আরশদীপ সিংহ সহ মোট ৩০ জনেরও বেশি ক্রিকেটার ইতিমধ্যেই ফিটনেস পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন।