কোহলির ‘বিরাট’ ইনিংস, দুই শিবিরের রানের পাহাড়ে ড্রয়ের পথে চতুর্থ টেস্ট

১৫টি বাউন্ডারি দিয়ে সাজানো ছিল কোহলির ৩৬৪ বলে ১৮৬ রানের ইনিংস। গুরত্বপূর্ণ ইনিংস খেলেছেন অক্ষর প্যাটেল।

March 12, 2023 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ৪৮০ রানের জবাবে ৫৭১ রান ভারতের। চতুর্থ দিনের শেষে ৮৮ রানে পিছিয়ে অজিরা। ড্রয়ের পথেই এগোচ্ছে ভারত অস্ট্রেলিয়া চতুর্থ টেস্ট। প্রথম ইনিংসে জোড়া সেঞ্চুরিতে ভর করে ৪৮০ রান তুলেছিল অস্ট্রেলিয়া। ছয় উইকেট নিয়েছিলেন আশ্বিন। জবাবে ব্যাট করতে নেমে শতরান করেছিলেন শুভমন গিল। চতুর্থ দিন রানে ফিরলেন বিরাট কোহলি। প্রায় তিন বছর পর, তাঁর ব্যাট থেকে সেঞ্চুরি এল। দলে প্রয়োজনে দায়িত্বপূর্ণ ইনিংস খেলে গেলেন কোহলি। ১৫টি বাউন্ডারি দিয়ে সাজানো ছিল কোহলির ৩৬৪ বলে ১৮৬ রানের ইনিংস। গুরত্বপূর্ণ ইনিংস খেলেছেন অক্ষর প্যাটেল। দিনের শেষে দ্রুতি গতিতে রানের তুলতে গিয়ে একের পর এক উইকেট হারায় রোহিতরা। ভারতের প্রথম ইনিংস শেষ হয় ৫৭১ রানে। চোটের কারণে ব্যাট করতে নামেননি শ্রেয়স আইয়ার।

অজিদের রানের পাহাড় পেরিয়ে ৯১ রানের লিড পেয়েছে টিম ইন্ডিয়া। ব্যাট করতে নামে অজিরা, দিনের শেষে অস্ট্রেলিয়ার স্কোর বিনা উইকেটে ৩। ৮৮ রানে এগিয়ে ভারত। চোটের কারণে ওপেন করতে নামেননি উসমান খোয়াজা। শেষ দিনে তিনি আদৌ ব্যাট করতে পারবেন কিনা, তা সংশয় রয়েছে। হাতে মাত্র একদিন সময় রয়েছে। ফলে খুব মিরাকেল কিছু না হলে, এই টেস্ট ড্রয়ের পথেই এগোচ্ছে। সিরিজের প্রথম দুই ম্যাচ জেতার সুবাদে ভারতের সিরিজ জয় কেবল সময়ের অপেক্ষা।

সংক্ষিপ্ত স্কোর:
অস্ট্রেলিয়া: ৪৮০ ভারত: ৫৭১ 
অস্ট্রেলিয়া: ৩/০ 

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen