অ্যাডিলেডেও ব্যর্থ বিরাট, অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় ম্যাচেও ‘০’ হাঁকালেন কোহলি

October 23, 2025 | 2 min read
Published by: Ritam

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১২:০০: ভারতের ক্রিকেট তারকা বিরাট কোহলি অস্ট্রেলিয়ার বিপক্ষে একের পর এক হতাশাজনক পারফরম্যান্স করছেন। পার্থে প্রথম ওয়ানডে ম্যাচে শূন্য রানে আউট হওয়ার পর, অ্যাডিলেডেও ইতিহাস পুনরাবৃত্তি করলেন তিনি। দ্বিতীয় ওয়ানডে ম্যাচে চার বল খেলেই এলবিডব্লিউ হয়ে ফিরতে হলো প্রাক্তন অধিনায়ককে।

সপ্তম ওভারের পঞ্চম বলেই কোহলিকে সাজঘরে ফেরান অস্ট্রেলিয়ার তরুণ পেসার জেভিয়ার বার্টলেট। বলটি সরাসরি মিডিল স্টাম্পে লাগত—এমনটাই দেখায় বল-ট্র্যাকিং। রোহিত শর্মার সঙ্গে খানিক পরামর্শের পর কোহলি রিভিউ না নিয়েই প্যাভিলিয়নে ফিরে যান। এটি তার ওয়ানডে কেরিয়ারে প্রথমবারের মতো পরপর দুই ইনিংসে শূন্য রানে আউট হওয়ার ঘটনা।

পরিসংখ্যান বলছে, আন্তর্জাতিক ক্রিকেটে ভারতের হয়ে সর্বাধিক ‘ডাক’-এর তালিকায় এখন দ্বিতীয় স্থানে উঠে এসেছেন বিরাট। তালিকায় শীর্ষে রয়েছেন জাহির খান (৪৩), আর বিরাট কোহলি ও ইশান্ত শর্মা দুজনেই সমান ৪০টি করে ‘ডাক’ নিয়ে দ্বিতীয় স্থানে। তাদের পরেই রয়েছেন হরভজন সিং (৩৭) ও জসপ্রীত বুমরা (৩৫)।

প্রথম ম্যাচে পার্থে আট বল খেলে শূন্য রানে আউট হয়েছিলেন কোহলি। সে সময়ও তার অফ স্টাম্পের বাইরের বলেই ফাঁদে ফেলেছিল অস্ট্রেলিয়ার বোলিং আক্রমণ। অ্যাডিলেডে ফেরার পর সবাই আশা করেছিল ‘কিং কোহলি’ পুরনো ছন্দে ফিরবেন, কিন্তু বাস্তবতা হলো উল্টোটা।

অ্যাডিলেড কোহলির প্রিয় ভেন্যু হিসেবেই পরিচিত। এই মাঠে তার ব্যাট থেকে এসেছে মোট ৯৭৫ রান—গড় ৬৫.০০, সঙ্গে ৫টি সেঞ্চুরি ও ৪টি অর্ধশতক। এ সংখ্যাগুলোই বলে দেয়, অ্যাডিলেডে তিনি কতটা সফল ছিলেন অতীতে। এমন মাঠেই যখন দুই ইনিংসে শূন্য রানে ফেরেন, তখন তার ব্যর্থতা যেন আরও প্রকট হয়ে ওঠে।

এখন প্রশ্ন একটাই—কিং কোহলি কি আবার ফিরতে পারবেন সেই আগুনে ছন্দে, যেটি একসময় তাকে বিশ্বের সেরা ব্যাটসম্যানদের কাতারে তুলেছিল? আগামী ম্যাচেই তার সামনে আসবে সেই সুযোগ। এখন দেখার পালা, বিরাট আবার ‘রান-মেশিন’ রূপে জ্বলে ওঠেন কি না।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen