আইসিসি টেস্ট ব্যাটসম্যানের ক্রমতলিকায় ষষ্ঠ স্থানে বিরাট কোহলি

বোলারদের তালিকায় দ্বিতীয় স্থান ধরে রাখলেন ভারতের রবিচন্দ্রন অশ্বিন।

December 1, 2021 | < 1 min read
Published by: Drishti Bhongi

আইসিসি টেস্ট ( Icc Test) ব্যাটারদের র‍্যাঙ্কিং-এ জায়গা ধরে রাখলেন বিরাট কোহলি ( Virat Kohli)এবং রোহিত শর্মা ( Rohit Sharma)। বুধবার প্রকাশিত হল আইসিসি টেস্ট ব‍্যাটারদের র‍্যাঙ্কিং। সেখানে পঞ্চম স্থানে রয়েছেন রোহিত শর্মা এবং ষষ্ঠ স্থানে রয়েছেন বিরাট কোহলি।
সদ‍্য প্রকাশিত আইসিসি টেস্ট ব‍্যাটারদের র‍্যাঙ্কিং-এ শীর্ষে রয়েছেন ইংল‍্যান্ডের জো রুট। ৯০৩ পয়েন্ট তাঁর। দ্বিতীয় স্থানে রয়েছেন অস্ট্রেলিয়ার স্টিভ স্মিথ। ৮৯১ পয়েন্ট তাঁর। তৃতীয় স্থানে নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন। রোহিত শর্মা ৮০৫ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে। ৭৭৫ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে বিরাট কোহলি।


বোলারদের তালিকায় দ্বিতীয় স্থান ধরে রাখলেন ভারতের রবিচন্দ্রন অশ্বিন। তিনি কানপুর টেস্টে মোট ৬টি উইকেট পেয়েছেন। তবে বোলারদের তালিকায় এক ধাপ নীচে যশপ্রীত বুমরাহ। নয় থেকে নেমে দশে গিয়েছেন তিনি। বোলারদের তালিকায় শীর্ষে রয়েছেন পাট কামিন্স।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen