যশস্বী, অশ্বিনদের রেকর্ডের বন্যায় কী নজির গড়লেন কোহলি?

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম টেস্ট ম্যাচে সহজ পেয়েছে ভারত।

July 16, 2023 | < 1 min read
Published by: Drishti Bhongi
ম্যাচ জিতে কিং কোহলিও একটি রেকর্ড গড়ে ফেললেন

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম টেস্ট ম্যাচে সহজ পেয়েছে ভারত। রবিচন্দ্রন অশ্বিন ১২টি উইকেট আর তরুণ তুর্কি যশস্বী জয়সওয়াল ১৭১ রানে ভর করে এক ইনিংস এবং ১৪১ রানে ক্যারিবিয়ানদের পরাস্ত করেছে টিম ইন্ডিয়া। এই ম্যাচ জিতে কিং কোহলিও একটি রেকর্ড গড়ে ফেললেন।

ভারতীয় ক্রিকেট দলের হয়ে এখনও পর্যন্ত ২৯৬টি ম্যাচ জিতেছেন বিরাট কোহলি। ভারতের হয়ে ম্যাচ জেতার সংখ্যার নিরিখে দ্বিতীয় স্থানে এখন বিরাট। সদ্য সমাপ্ত টেস্ট জিতে, তিনি মহেন্দ্র সিং ধোনিকে টপকে যান। ধোনি ভারতীয় জার্সিতে ২৯৫টি ম্যাচ জিতেছিলেন। এখন বিরাটের সামনে রয়েছেন একমাত্র সচিন। মাস্টার ব্লাস্টার দেশের হয়ে ৩০৭টি ম্যাচে জয়লাভ করেন। মনে করা হচ্ছে, অচিরেই সে রেকর্ড বিরাটের দখলে চলে আসবে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen