আইসিসি’র ওয়ান ডে রাঙ্কিং-এ দ্বিতীয় স্থানে বিরাট, তিনে রোহিত

টি-২০ রাঙ্কিং-এ অবশ্য পঞ্চম স্থান ধরে রাখতে সফল ভারত অধিনায়ক বিরাট কোহলি। এক ধাপ উপরে উঠে ষষ্ঠ স্থানে আছেন লোকেশ রাহুল।

July 8, 2021 | < 1 min read
Published by: Drishti Bhongi

আইসিসি’র ওয়ান ডে রাঙ্কিং-এ (ICC ODI rankings) ব্যাটসম্যানদের তালিকায় প্রথম পাঁচে ভারতের দুই তারকা বিরাট কোহলি (Virat Kohli) ও রোহিত শর্মা (Rohit Sharma)। তাঁরা রয়েছেন দ্বিতীয় ও তৃতীয় স্থানে। তবে শীর্ষে রয়েছেন পাকিস্তানের বাবর আজম।

বোলারদের তালিকায় প্রথম দশে একমাত্র ভারতীয় যশপ্রীত বুমরাহ (ষষ্ঠ)। শীর্ষে রয়েছেন ট্রেন্ট বোল্ট। বাংলাদেশের মেহেদি হাসান রয়েছেন দ্বিতীয় স্থানে। চার ধাপ উন্নতি করে ইংল্যান্ডের ক্রিস ওকস তৃতীয় স্থান দখল করেছেন।

টি-২০ রাঙ্কিং-এ অবশ্য পঞ্চম স্থান ধরে রাখতে সফল ভারত অধিনায়ক বিরাট কোহলি। এক ধাপ উপরে উঠে ষষ্ঠ স্থানে আছেন লোকেশ রাহুল। শীর্ষে রয়েছেন ইংল্যান্ডের দাবিদ মালান। দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ স্থান দখলে রেখেছেন যথাক্রমে অ্যারন ফিনচ, বাবর আজম, ডেভন কনওয়ে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen