আইসিসি’র টেস্ট র‍্যাঙ্কিং-এ সেরা দশে ঠাঁই হল না বিরাট কোহলির

ইংল্যান্ডের বিরুদ্ধে এজবাস্টন টেস্টের দুই ইনিংসে ব্যর্থতার জেরে একধাক্কায় ৪ ধাপ নেমে গিয়েছেন তিনি। এই মুহূর্তে তাঁর রেটিং পয়েন্ট ৭১৪।

July 6, 2022 | < 1 min read
Published by: Drishti Bhongi

আইসিসি’র টেস্ট র‍্যাঙ্কিং-এ বিশ্বের সেরা ১০ জন ব্যাটারের তালিকায় ঠাঁই পেলেন না বিরাট কোহলি! সত্যিই তাঁর দুঃসময় যেন কিছুতেই কাটছে না। অথচ তিনিই একসময় বিশ্ব টেস্ট ক্রমতালিকায় শীর্ষস্থানে থাকার রেকর্ড গড়েছিলেন।

ক্রিকেটের কোনও ফরম্যাটেই নিজের সেরা ফর্মের ধারেকাছে নেই ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি। তাঁর ব্যাটে সর্বশেষ সেঞ্চুরিটি এসেছিল প্রায় ৩ বছর আগে। ঘরের মাঠে বাংলাদেশের বিরুদ্ধে। এবছরের আইপিএলেও চূড়ান্ত ব্যর্থ হয়েছেন তিনি। এর ফলে ৬ বছরে প্রথমবার আইসিসি টেস্ট ক্রমতালিকায় প্রথম দশের মধ্যে নেই বিরাট। ইংল্যান্ডের বিরুদ্ধে এজবাস্টন টেস্টের দুই ইনিংসে ব্যর্থতার জেরে একধাক্কায় ৪ ধাপ নেমে গিয়েছেন তিনি। এই মুহূর্তে তাঁর রেটিং পয়েন্ট ৭১৪।

অন্যদিকে আইসিসি’র ক্রমতালিকায় পাঁচ ধাপ উপরে উঠে এসেছেন ঋষভ পন্থ। এই মুহূর্তে ৮০১ রেটিং পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে আছেন টিম ইন্ডিয়ার উইকেটরক্ষক। এছাড়াও ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মাও আইসিসি ক্রমতালিকায় প্রথম দশে আছেন। একধাপ নিচে নামলেও আপাতত নবম স্থানে রয়েছেন রোহিত শর্মা।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen