রোহিত শর্মার পর এবার বিরাট কোহলিও টেস্ট ক্রিকেটকে আলবিদা জানাতে চাইছেন

বিরাটকে ফের একবার ভেবে দেখবার আর্জিও জানানো হয়েছে। তাঁদের আবেদনের প্রেক্ষিতে কোহলির কী জবাব, সেটা এখনও পরিষ্কার নয়।

May 10, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: রোহিত শর্মার পর এবার বিরাট কোহলিও লাল বলের ক্রিকেট থেকে সরে দাঁড়ানোর ইচ্ছেপ্রকাশ করলেন। একটি দৈনিকে প্রকাশিত খবর অনুযায়ী, অবসরের বিষয়টি নাকি ইতিমধ্যে বিসিসিআইকে (BCCI) জানিয়েও দিয়েছেন তিনি। বোর্ডের কর্তারা এই আচমকা সিদ্ধান্তে কার্যত হতভম্ব। বিরাটকে ফের একবার ভেবে দেখবার আর্জিও জানানো হয়েছে। তাঁদের আবেদনের প্রেক্ষিতে কোহলির কী জবাব, সেটা এখনও পরিষ্কার নয়।

আগামী মাসে ভারতীয় দলের ইংল্যান্ড সফর। সেখানে রোহিত যাবেন না। কেহলিও ইংল্যািন্ডের বিরুদ্ধে খেলবেন কি না, ঠিক নেই। যদি আর না খেলেন তা হলে রোহিতের মতো তিনিও বিদায়ি টেস্ট খেলার সুযোগ পাবেন না।

১২৩টি টেস্টে ৯২৩০ রান রয়েছে কোহলির। গড় ৪৬.৮৫। শতরান ৩০টি, অর্ধশতরান ৩১টি।
জানা গিয়েছে, গত অস্ট্রেলিয়া সফরের পর থেকেই টেস্ট থেকে সরে যাওয়ার কথা ভাবছেন কোহলি। ওই সফরে প্রথম টেস্টে শতরান করলেও বাকি সিরিজে ব্যটর্থ হল তিনি। কিন্তু তিনি যতই খারাপ ফর্মে থাকুন, বোর্ড চাইছে ইংল্যান্ড সফরে তিনি যান।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen