বিরাট কোহলির টুইটে কিসের ইঙ্গিত?

ওই দেওয়ালে লেখা রয়েছে, ‘যদি আমি পড়ে যাই? হে প্রিয়তমা, কী হবে যদি তুমি উড়ে যাও?’ আর ক্যাচমার্কে বিরাট লিখেছেন, ‘দৃষ্টিভঙ্গি’।

July 17, 2022 | < 1 min read
Published by: Drishti Bhongi

বিরাট কোহলির একটি টুইট নিয়ে জোর জল্পনা শুরু হয়েছে নেটনাগরিকদের মধ্যে। টুইটারে একটি পোস্ট করেছেন কোহলি। সেখানে দেখা যাচ্ছে, জোড়া ডানার ছবি আঁকা এক দেওয়ালের সামনে বসে কোহলি। ওই দেওয়ালে লেখা রয়েছে, ‘যদি আমি পড়ে যাই? হে প্রিয়তমা, কী হবে যদি তুমি উড়ে যাও?’ আর ক্যাচমার্কে বিরাট লিখেছেন, ‘দৃষ্টিভঙ্গি’।

দীর্ঘসময় ধরে কোহলির ব্যাটে রান আসছে না। স্তব্ধ হয়ে গেছেন ভারতীয় দলের ‘রান মেশিন’। কোনও ওষুধেই যেন কাজ হচ্ছে না। বিশ্বের অন্যতম সেরা ব্যাটসম্যানের এমন দশা দেখে অনুরাগীরা চরম হতাশ। এই খারপ সময়ে অনেকেই যেমন তাঁর পাশে দাঁড়িয়েছেন তেমনি আবার অনেকে বিদ্ধ করছেন সমালোচনার তিরে। এই পরিস্থিতিতে কোহলির এই টুইটার পোস্টটি যথেষ্ট ইঙ্গিতপূর্ণ বলে মনে করছেন নেটনাগরিকরা।

আসলে এটি বিখ্যাত স্কটিশ সাহিত্যিক জেমস ম্যাথিউ ব্যারির ‘পিটার অ্যান্ড উইন্ডি’ ফিকশ্যানের লাইন। রাস্তার পাশের এক দেওয়ালের সামনে বসে ছবি তুলে তা পোস্ট করেছেন তিনি। বিশেষজ্ঞদের মতে, সবাই যখন কোহলির ব্যর্থতার কথা বলছেন, তখন তাঁর ঘুরে দাঁড়ানোর অঙ্গীকার ফুটে উঠেছে তাঁর এই পোস্টে।

তবে অনেকেই মনে করছেন, আর হেঁয়ালিতে কাজ হবে না। সমালোচকদের মুখ বন্ধ করতে হলে, বিরাটকে বড় রান করতেই হবে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen