চিন্নাস্বামী স্টেডিয়ামের মর্মান্তিক ঘটনা নিয়ে অবশেষে মুখ খুললেন বিরাট
এম চিন্নাস্বামী স্টেডিয়ামকে অস্থায়ীভাবে বড় ইভেন্ট আয়োজনের জন্য অনিরাপদ ঘোষণা করেছে রাজ্য সরকারের গঠিত তদন্ত কমিটি।

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৫:২৯: ৪ জুন, ২০২৫। দিনটি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (RCB) ইতিহাসে আনন্দের মুহূর্ত হওয়ার কথা ছিল। প্রথমবারের মতো আইপিএল শিরোপা জয়ের উদ্যাপন শহরজুড়ে ছড়িয়ে পড়ার কথা থাকলেও, সেই আনন্দ মুহূর্তেই পরিণত হয় এক ভয়াবহ ট্র্যাজেডিতে। এম চিন্নাস্বামী স্টেডিয়ামের বাইরে হঠাৎ ঘটে যাওয়া দুর্ঘটনায় প্রাণ হারান ১১ জন এবং গুরুতর আহত হন ৪০ জনেরও বেশি সমর্থক।
উৎসবের মধ্যে এমন দুঃসংবাদে শোকস্তব্ধ হয়ে যায় গোটা ক্রিকেট বিশ্ব। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু সেই দিনই সমস্ত উদ্যাপন স্থগিত করে। ঘটনাটির মূল কারণ ছিল একটি ওপেন-টপ বাস প্যারেডের ঘোষণা, যা বিপুল সংখ্যক দর্শকের ভিড় সৃষ্টি করেছিল। পরবর্তীতে জানা যায়, এই প্যারেডের জন্য পুলিশ অনুমতি দেয়নি, তবুও হঠাৎ ঘোষণার ফলে জনসমাগম নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।
ঘটনার দুই মাস পর আরসিবি ৩০ আগস্ট, তারা ঘোষণা করে নিহত প্রত্যেকের পরিবারকে ২৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ এবং আহতদের চিকিৎসা সহায়তা। প্রথমে ১০ লক্ষ টাকা ঘোষণা করলেও, ‘RCB Cares’ নামে একটি বিশেষ উদ্যোগ শুরু করার পর তা বাড়ানো হয়। এই উদ্যোগের মাধ্যমে শুধু ক্ষতিপূরণ নয়, আরও ছয়টি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে ফ্র্যাঞ্চাইজি।
১. দ্রুত, স্বচ্ছ এবং মানবিক সহায়তা প্রদান।
২. নিরাপদ ও অন্তর্ভুক্তিমূলক দর্শক অভিজ্ঞতা নিশ্চিত করা।
৩. সামাজিক উন্নয়নমূলক প্রকল্প, যেমন কর্ণাটকের সিদ্দি কমিউনিটির উন্নয়ন।
৪. বার্ষিক ফ্যান-সেফটি অডিট ও প্রশিক্ষণ ব্যবস্থা।
৫. শহরে সমর্থকদের স্মৃতির জন্য একটি বিশেষ স্থান তৈরি।
৬. ভবিষ্যৎ ক্রীড়াবিদদের জন্য কর্মসংস্থান।
ভারতীয় ক্রিকেট তারকা বিরাট কোহলি এ ঘটনার প্রতি গভীর শোক প্রকাশ করে বলেন, “৪ জুনের মতো হৃদয়বিদারক মুহূর্ত কিছুতেই মেনে নেওয়া যায়না। সেই আনন্দের দিনটি আমাদের জন্য ট্র্যাজেডিতে রূপ নিয়েছিল। আমরা সেই দিনের হারানো প্রাণগুলোর পরিবারগুলির পাশে আছি।”
এ ঘটনার পর এম চিন্নাস্বামী স্টেডিয়ামকে অস্থায়ীভাবে বড় ইভেন্ট আয়োজনের জন্য অনিরাপদ ঘোষণা করেছে রাজ্য সরকারের গঠিত তদন্ত কমিটি। এর ফলে মহিলাদের বিশ্বকাপ ম্যাচ এবং স্থানীয় টি-টোয়েন্টি টুর্নামেন্ট অন্য ভেনুতে সরিয়ে নেওয়া হয়েছে।