স্বপ্নের বিশ্বকাপ খেলে গেলেন বিরাট, কোহলির T-20-র যাত্রা কি শেষ?

আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে বিরাট কোহলি ৪,০০০ রানের মাইলফলক ছুঁয়ে ফেলেন

November 13, 2022 | < 1 min read
Published by: Drishti Bhongi
ছবি সৌজন্যে: Martin Keep/AFP

এবারের টি-টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ ছিল কিং কোহলির জীবনের অন্যতম সেরা বিশ্বকাপ, যেন স্বপ্নের টুর্নামেন্ট। রানে ফিরেছেন কোহলি। পাকিস্তানের বিরুদ্ধে অপরাজিত ৮২, ডাচদের বিরুদ্ধে অপরাজিত ৬২, ১২, জিম্বাবোয়ের সঙ্গে অপরাজিত ৬৪, ২৬ এবং ইংল্যান্ডের বিরুদ্ধে সেমিফাইনালে ৫০ রান করেছেন। ৯৮.৬৬ ব্যাটিং গড়ে ২৯৬ রান করেছেন ভারতের রান মেশিন।

আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে বিরাট কোহলি ৪,০০০ রানের মাইলফলক ছুঁয়ে ফেলেন। আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে বিরাটই প্রথম ৪,০০০ রান করলেন। ২০১৪, ২০১৬ সালের পর এবারও বিরাট টি-২০ বিশ্বকাপে ২৫০-এর বেশি রান করেছেন। এবারই মাহেলা জয়বর্ধনেকে টপকে টি-টোয়েন্টি বিশ্বকাপের সর্বোচ্চ রান স্কোরার হন বিরাট কোহলি। টি-টোয়েন্টি বিশ্বকাপে কোহলি ১,১৪১ রান করেছেন। ব্যাটিং গড় ৮১.৫০। ১৪টি হাফসেঞ্চুরি করেছেন। টি-২০ বিশ্বকাপের নক আউট পর্বে বিরাট কোহলি ১৫২.৩ স্ট্রাইক রেটে ​​​২৮৮ রান করেছেন। কিন্তু কোহলিকে কি আর টি-টোয়েন্টি ক্রিকেটে দেখা যাবে না? চলছে জল্পনা।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen