ব্যাটে বিরাট, বলে কুলদীপ! সিরিজের প্রথম ম্যাচে জয় ছিনিয়ে নিলেন রাহুলরা

November 30, 2025 | < 1 min read
Published by: Saikat
Photo: Surjeet Yadav / CREIMAS for BCCI

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ২২:১৭: ধোনির শহরে টেস্ট সিরিজে চুনকামের লজ্জা ঘোচালেন রাহুলরা। মার্কো জানসেন ও করবিন বশের লড়াই ব্যর্থ হল। ৩৫০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে হাড্ডাহাড্ডি লড়াই দিয়েও হারতে হল প্রোটিয়াদের। ৩৩২ রানে গুটিয়ে গেল দক্ষিণ আফ্রিকার ইনিংস, ভারত জিতল ১৭ রানে।

রবিবার টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক আইডেন মার্করাম। যশস্বী জয়সওয়াল ফেরেন ১৮ রান। জুটি বেঁধে বিরাট-রোহিত তান্ডব শুরু করেন। তাঁদের জুটিতে উঠল ১৩৬ রান। রোহিত ৫৭ রানে সাজঘরে ফিরলেন। রুতুরাজ গায়কোয়াড় ও ওয়াশিংটন সুন্দর তেমন কিছু করতে পারেননি। ওয়ান ডে-তে ৫২তম সেঞ্চুরি করেন বিরাট। ১২০ বলে ১৩৫ রান করে আউট হন। ইনিংস সাজানো ছিল ১১টি চার, ৭টি ছক্কায়। ৬০ রানের ইনিংস খেলে গেলেন কেএল রাহুল। শেষ পর্যন্ত আট উইকেট হারিয়ে দক্ষিণ আফ্রিকাকে ৩৫০ রানের টার্গেট দেয় ভারত।

রান তাড়া করতে নেমেই ধাক্কা খায় দক্ষিণ আফ্রিকা। হর্ষিত রানা, রায়ান রিকেলটন ও কুইন্টন ডি’কক রানের খাতা খুলতে দেননি। মার্করামের উইকেট নেন অর্শদীপ। ১১ রানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় দক্ষিণ আফ্রিকা। ম্যাথু ব্রিটজকে ফের ম্যাচকে দক্ষিণ আফ্রিকার নাগালের মধ্যে টেনে নিয়ে যান। ৩৯ বলে ৭০ রানের ইনিংস! শেষ পর্যন্ত কুলদীপের বলে জাদেজার হাতে ক্যাচ দেন। ওই একই ওভারে কুলদীপ ফেরান ব্রিটজকেও। করবিন বশের ৬৭ রানের ইনিংস শেষ পর্যন্ত লড়াই জিইয়ে রেখেছিল। চার উইকেট নিয়েছেন কুলদীপ।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen