নারদ কাণ্ডে গ্রেপ্তার নেতাদের ভার্চুয়াল হিয়ারিং হবে

সিবিআইয়ের তরফ থেকে এখনও কিছু জানানো হয়নি।

May 17, 2021 | < 1 min read
Published by: Drishti Bhongi

নারদ কাণ্ডে গ্রেপ্তার হয়েছেন ফিরহাদ হাকিম , সুব্রত মুখোপাধ্যায়, মদন মিত্র। গ্রেপ্তার হয়েছেন শোভন চট্টোপাধ্যায়ও। কিন্তু, কোভিড পরিস্থিতির কথা মাথায় রেখে অভিযুক্ত চারজনকে সোমবার আদালতে সশরীরে নাও পেশ করা হতে পারে। যদিও এই নিয়ে সিবিআইয়ের তরফ থেকে এখনও কিছু জানানো হয়নি।

সূত্র মারফত জানা যাচ্ছে, পেপার প্রোডাকশন হতে পারে তাঁদের। ইতিমধ্যেই ব্যাঙ্কশাল কোর্টে রয়েছেন মন্ত্রী মলয় ঘটক। এদিকে বেশ কয়েকঘন্টা অতিক্রান্ত হলেও সিবিআই দপ্তর ছাড়েননি মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। উপস্থিত কল্যাণ বন্দোপাধ্যায়, মালা রায়ের মতো নেতৃত্বও।

তৃণমূল নেতৃত্বের মতে, পুরোপুরি অসংবিধানিকভাবে গ্রেপ্তার করা হয়েছে ফিরহাদ হাকিম, সুব্রত মুখোপাধ্যায়, মদন মিত্রদের। অভিযোগ, বিধানসভায় অধ্যক্ষ থাকা সত্ত্বেও রাজ্যপালের থেকে অনুমতি নিয়ে মন্ত্রী, বিধায়কদের গ্রেফতার করা হয়েছে। আর সেই কারণেই এবার হাইকোর্টের দারস্থ রাজ্যের শাসক দল। যদিও বিধানসভার নিজস্ব সংবিধানের ৩৫২ ও ৩৫৬ নম্বর ধারায় অধিবেশন থাকলে অধ্যক্ষের অনুমতি প্রয়োজন হয়।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen