ঘুরে আসুন পাহাড়ি গ্রাম মংপং থেকে 

মনটা চনমনে হয়ে উঠবে, আর সুরক্ষিতও থাকবে পরিবার।

October 28, 2020 | < 1 min read
Published by: Drishti Bhongi

পুজো শেষ হয়ে গেছে। সক্কলের মনভার। এই বিষণ্ণতা কাটাতে উত্তরবঙ্গবাসীরা একদিনের সফরে ঘুরে আসতে পারেন মংপং। মনটা চনমনে হয়ে উঠবে, আর সুরক্ষিতও থাকবে পরিবার।

পাহাড়ের কোলে এক ছোট্ট গ্রাম। পাশ দিয়ে বয়ে চলেছে তিস্তা। খানিকটা গেলেই মহানন্দা অভয়ারণ্য। চেনা, অচেনা  পরিযায়ী পাখিদের শীতের ঠিকানা। মন ভাল করার সব রসদ সাজিয়ে অপেক্ষায় দার্জিলিং জেলার এই গ্রাম, মংপং। একবার ঢুঁ মারতেই পারেন কালিম্পং ফরেস্ট ডিভিশনের অনবদ্য এই ডেস্টিনেশনে।

শিলিগুড়ি থেকে মাত্র ঘণ্টাখানেকের দুরত্ব। ৩১ নম্বর জাতীয় সড়ক ধরে সেবক করোনেশন সেতু। ডানদিকে ঘুরে মিনিট দশেকের পথ। যাওয়ার পথে দেখতে পাবেন সেবক পাহাড়ের চড়াই উতরাই। পাশ দিয়ে বয়ে চলা খরস্রোতা তিস্তা। চারদিকে ঘন জঙ্গল। গাছে গাছে লাফালাফি করছে হনুমান। পথের বাঁকে নেমেছে পাহাড়ী ঝর্ণা। এসব দেখতে দেখতেই পৌঁছে যাবেন মংপং-য়ে। ছোট্ট জনপদ। চেনা, অচেনা পরিযায়ী পাখিদের কলতানে সবসময়ে মুখরিত। শহুরে কোলাহলে অভ্যস্থ জীবন থেকে পাবেন এক ছোট্ট বিরতি।  

কিভাবে যাবেন

এনজেপি স্টেশন কিংবা বাগডোগরা বিমানবন্দর থেকে ভাড়া গাড়ি। কিংবা শিলিগুড়ি থেকে ডুয়ার্সগামী সরকারি, বেসরকারি বাসে পৌঁছোনো যায় মংপং-এ।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen