এবারেও হচ্ছে না বিশ্বভারতীর ঐতিহ্যবাহী বসন্ত উৎসব, ক্ষুব্ধ আশ্রিমিক, পড়ুয়ারা

এবারও বিশ্বভারতীর ঐতিহ্যমণ্ডিত বসন্ত উৎসব না হওয়ায় আশ্রমিক, পড়ুয়া এবং অধ্যাপক-অধ্যাপিকাদের একাংশ ক্ষুব্ধ হয়ে পড়েছেন।

March 1, 2023 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: এবারেও হচ্ছে না বিশ্বভারতীর ঐতিহ্যমণ্ডিত বসন্ত উৎসব। চিরাচরিত প্রথা ভেঙে শান্তিনিকেতনে আয়োজিত হতে চলেছে অকাল ‘বসন্ত বন্দনা’। দোল পূর্ণিমার আগেই বসন্ত বন্দনার আয়োজন করেছে বিশ্বভারতী। গতকাল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অনুষ্ঠানের সূচি প্রকাশ করে জানিয়েছে, আগামী ২ মার্চ অর্থাৎ বৃহস্পতিবার থেকে শুরু হবে ‘বসন্ত বন্দনা’। বিশ্বভারতীর ছাত্রছাত্রী, অধ্যাপক-অধ্যাপিকা, শিক্ষাকর্মীরাই কেবল ‘বসন্ত বন্দনা’য় অংশ নিতে পারবেন। এবারও বিশ্বভারতীর ঐতিহ্যমণ্ডিত বসন্ত উৎসব না হওয়ায় আশ্রমিক, পড়ুয়া এবং অধ্যাপক-অধ্যাপিকাদের একাংশ ক্ষুব্ধ হয়ে পড়েছেন।

জানা গিয়েছে, দু’তারিখ সন্ধ্যা সাড়ে ৬টায় লোকসংস্কৃতি অনুষ্ঠানের মাধ্যমে বসন্ত বন্দনা শুরু হবে। রাত ৯টায় হবে বৈতালিক। পরদিন ভোর ৫টায় গৌরপ্রাঙ্গণে বৈতালিক অনুষ্ঠিত হবে। সকাল ৭টায় শোভাযাত্রা ও অনুষ্ঠান। সন্ধ্যে সাতটায় নৃত্যনাট্য ‘মায়ার খেলা’ পরিবেশিত হবে। দোলের দিন গৌরপ্রাঙ্গণে পূর্ণদাস বাউলের গানের মাধ্যমে বসন্ত বন্দনা সমাপ্ত হবে। উল্লেখ্য, ২০১৯ সালে শেষবারের মতো বসন্ত উৎসব হয়েছিল শান্তিনিকেতনে। পড়ুয়া, আশ্রমিকদের পাশাপাশি বহু পর্যটক তাতে অংশ নিয়েছিলেন। তারপরের বছর করোনার কারণে শান্তিনিকেতনে বসন্ত উৎসব পালন করা হয়নি। এবারও একই সিদ্ধান্ত নিয়ে হয়েছে। করোনা এখন স্তিমিত, তাও কেন এমন সিদ্ধান্ত নেওয়া হল, তার উত্তর খুঁজে পাচ্ছেন না কেউ। বসন্ত উৎসব পালন করা হবে না জানতে পেরে যথেষ্ট ক্ষুব্ধ পড়ুয়ারাও।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen