দলকে ঠাট্টা-ইয়ার্কির জায়গায় নিয়ে গেছেন বিবেক গুপ্ত, সুযোগ নিচ্ছে বিরোধীরা‍, ক্ষোভ তৃণমূল কর্মী-সমর্থকদের

জোড়াসাঁকো বিধানসভা এলাকার মধ্যে এত বড় অগ্নিকাণ্ড হওয়া সত্ত্বেও স্থানীয় বিধায়ক বিবেক গুপ্তকে এক বারের জন্যও দেখা যায়নি।

May 4, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: জোড়াসাঁকো থানা এলাকার মেছুয়া পট্টিতে অগ্নিকাণ্ডের ঘটনায় স্থানীয় বিধায়ক বিবেক গুপ্তের ভূমিকা নিয়ে ক্ষোভ তৈরি হয়েছে এলাকার মানুষের মধ্যে। শুধু তাই নয় তৃণমূল কংগ্রেসও তাঁকে বিব্রত বোধ করছে।

জোড়াসাঁকো বিধানসভা এলাকার মধ্যে এত বড় অগ্নিকাণ্ড হওয়া সত্ত্বেও স্থানীয় বিধায়ক বিবেক গুপ্তকে এক বারের জন্যও দেখা যায়নি। ঘটনার পর তিনি দায়সারা ভাবে সমাজমাধ্যেমে পোস্ট করেই খান্ত থেকেছেন। শহরের বাইরে আছেন বলে দায় এড়িয়ে গেছেন।

প্রসঙ্গত, দীঘা থেকে ফিরে বৃহস্পতিবার ঘটনাস্থলে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁদের দলকে ভোট দিন বা না দিন, স্থানীয় ব্যবসায়ী ও বাসিন্দারা যাতে অগ্নি-সুরক্ষা সম্পর্কে সতর্ক থাকেন, কড়া ভাবেই সেই বার্তা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। তাঁর সঙ্গে ছিলেন ফিরহাদ হাকিম, সুজিত বসু, শশী পাঁজারা। বিবেককে অবশ্য সেই সময়েও দেখা যায়নি। এই বিষয়ে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের বক্তব্য ছিল, কোথায় আছেন, আমি জানি না। আমার সঙ্গে কথা হয়নি। দলের স্থানীয় নেতৃত্বও জানেন না। ফলে, এই বিষয়ে বলতে পারব না। উনি নিশ্চয়ই উপযুক্ত সময়ে নিজেদের অবস্থান জানিয়ে দেবেন!

এদিকে জোড়াসাঁকো থানা এলাকার মেছুয়া পট্টিতে অগ্নিকাণ্ডের ঘটনার তৃণমূল কংগ্রেসের স্থানীয় বিধায়কের ‘অনুপস্থিতি’ নিয়ে প্রশ্ন তুলে পুলিশে ডায়েরি করেছে বিজেপি। এবিষয়ে ক্ষুব্ধ তৃণমূলের স্থানীয় কর্মী-সমর্থকরা। তারা বলছেন বিধায়ক পুরো দলকে কার্যত এখন ঠাট্টা-ইয়ার্কির জায়গায় নিয়ে গেছেন। যার সুযোগ নিচ্ছে বিরোধীরা।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen