গণপরিবহণে নারী সুরক্ষাকে সুনিশ্চিত করতে, রাজ্যজুড়ে বাণিজ্যিক গাড়িতে বসছে VLTD
মহিলা ও শিশুকন্যাদের সুরক্ষায় বাংলায় চালু হতে চলেছে অত্যাধুনিক প্রযুক্তিসম্পন্ন ব্যবস্থা

মহিলা ও শিশুকন্যাদের সুরক্ষায় বাংলায় চালু হতে চলেছে অত্যাধুনিক প্রযুক্তিসম্পন্ন ব্যবস্থা। আনা হচ্ছে ‘সুরক্ষা কবজ’। দেশের পঞ্চম রাজ্য হিসেবে বাংলায় গণপরিবহণে ভেইকেল লোকেশন ট্র্যাকিং ডিভাইস বসানো বাধ্যতামূলক করতে চলেছে নবান্ন। রাজ্যের পরিবহণ দপ্তর বাস, মিনিবাস, ট্যাক্সি, অ্যাপ ক্যাবসহ সমস্ত ধরণের বাণিজ্যিক গাড়িতে ভিএলটিডি বসানোর সিদ্ধান্ত নিয়েছে।
গণপরিবহণে সফরের সময় কোনও মহিলা বা কিশোরী কোনরকম বিপদের মুখে পড়লে ভিএলটিডির বিশেষ প্যানিক বাটনে চাপ দিতে পারবেন। সঙ্গে সঙ্গেই গাড়িটির অবস্থান চিহ্নিত হয়ে যাবে। তৎক্ষণাৎ খবর পৌঁছবে স্থানীয় থানায়। বিপদের সম্মুখীন মহিলাকে সব দ্রুত সম্ভব সাহায্য করবে পুলিশ। আগামীকাল সোমবার এই নয়া ব্যবস্থার উদ্বোধন করবেন বাংলার মুখ্যমন্ত্রী।
খবর মিলেছে বাংলাজুড়ে প্রায় ১৯ লক্ষেরও বেশি বাণিজ্যিক গাড়িতে ভিএলটিডি বসানোর কাজ শুরু হবে। কম্যান্ড কন্ট্রোল সেন্টার গোটা বিষয়টি দেখভাল করছে। কম্যান্ড কন্ট্রোল সেন্টারে বসেই গোটা রাজ্যের যানবাহনের উপর নজরদারি চালাতে পারবেন পরিবহণ কর্তারা। প্যানিক বাটনে চাপ দেওয়া মাত্রই গাড়ির অবস্থান স্ক্রিনে ভেসে উঠবে। সঙ্গে সঙ্গে ইমার্জেন্সি রেসপন্স সার্পোট সিস্টেমে চলে যাবে খবর। শোনা যাচ্ছে, আগামীতে শিলিগুড়ি, মালদহ, আসানসোল এবং মেদিনীপুরে, সব মিলিয়ে রাজ্যে চারটি সাব সেন্টার তৈরি হবে। ইতিমধ্যেই যন্ত্র বসানোর জন্য রাজ্য ১২টি সংস্থাকে বাছাই করেছে বলে জানা গিয়েছে। আগামীতে সংখ্যা আরও বাড়বে।ভিএলটিডি বসাতে প্রায় ১০ হাজার টাকা করে খরচ হবে। গণপরিবহণের সঙ্গে যুক্ত বিভিন্ন সংগঠন ভিএলটিডিকে স্বাগত জানিয়েছেন।