ভারত সরকারের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে বড় জয় ভোডাফোনের

ব্যবসার ক্ষেত্রে তা ন্যায্য ও সমানাচরণের নিশ্চয়তাকে লঙ্ঘন করেছে। শুধু তাই নয়, এই মামলা চালানোর জন্য ভোডাফোনের আইনি খরচ বাবদ ৪৩ লক্ষ পাউন্ডও ভারত সরকারকে মেটাতে বলেছে আদালত।

September 26, 2020 | < 1 min read
Published by: Drishti Bhongi

স্বস্তি ভোডাফোনের। ২০ হাজার কোটি টাকা কর সংক্রান্ত মামলায় ভারত সরকারের বিরুদ্ধে বড় জয় পেল এই টেলিকম সংস্থা। কেন্দ্রের নির্দেশের বিরুদ্ধে হেগের পার্মানেন্ট কোর্ট অব আর্বিট্রেশনের দ্বারস্থ হয়েছিল তারা। সেই মামলার রায়ে আদালত জানিয়েছে, ভারত সরকার ভোডাফোনের উপর যে করের বোঝা চাপিয়েছে, তা সুপ্রিম কোর্টের নির্দেশের পরিপন্থী। ব্যবসার ক্ষেত্রে তা ন্যায্য ও সমানাচরণের নিশ্চয়তাকে লঙ্ঘন করেছে। শুধু তাই নয়, এই মামলা চালানোর জন্য ভোডাফোনের আইনি খরচ বাবদ ৪৩ লক্ষ পাউন্ডও ভারত সরকারকে মেটাতে বলেছে আদালত।

উল্লেখ্য, ২০০৯ সালে ১ হাজার ১০০ কোটি ডলার দিয়ে হাচিসনের ৬৭ শতাংশ শেয়ার কিনে নেয় ভোডাফোন। সেই বাবদ ৭ হাজার ৯৯০ কোটি টাকা কর দাবি করে ভারত। পরে জরিমানা সহ তা বেড়ে হয়ে যায় ২০ হাজার কোটিরও বেশি। যদিও ভোডাফোন কেন্দ্রের নির্দেশ মতো সেই টাকা দিতে রাজি হয়নি। তারা জানায়, ভারত ও নেদারল্যান্ডসের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি অনুযায়ী কর বাবদ তাদের এই অর্থ দেওয়ার কথা নয়। ভোডাফোনের এই যুক্তি মানতে চায়নি তত্কালীন সরকার। এই নিয়ে সুপ্রিম কোর্টেও মামলা হয়। কিন্তু দেশের সর্বোচ্চ আদালত টেলিকম সংস্থার পক্ষেই রায় দেয়। এরপর রেট্রোস্পেকটিভ ট্যাক্সের ধারা জুড়ে ২০১২ সালে আর্থিক আইনে সংশোধনী আনে কেন্দ্র। সরকারের এই পদক্ষেপের পর বিবাদ মেটাতে ২০১৬ সালে হেগের আদালতের দ্বারস্থ হয়েছিল ভোডাফোন। দীর্ঘ আইনি লড়াইয়ের পর অবশেষে জয় পেল টেলিকম সংস্থা।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen