Vote Chori: কর্ণাটকের প্রাক্তন বিজেপি বিধায়কের বাড়ির সামনে উদ্ধার পুড়ে যাওয়া ভোটার তালিকার স্তূপ!

October 19, 2025 | < 1 min read
Published by: Saikat

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৯:০০:  কর্ণাটকের আলান্দ বিধানসভা কেন্দ্রের ভোট চুরি কাণ্ডে চাঞ্চল্যকর নতুন মোড়। শনিবার প্রাক্তন বিজেপি বিধায়ক সুভাষ গুট্টেদারের বাড়ির সামনে পাওয়া গিয়েছে জ্বলে যাওয়া ভোটার তালিকার স্তূপ, যা ঘিরে তীব্র বিতর্ক শুরু হয়েছে। বিশেষ তদন্তকারী দল বা এসআইটি ইতিমধ্যেই তদন্ত জোরদার করেছে এই ঘটনাকে কেন্দ্র করে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গুট্টেদারের বাড়ির কাছেই ছাই হয়ে যাওয়া ভোটার তালিকার পাতা উদ্ধার হয়। ঘটনার পর থেকেই রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়েছে, বিশেষত যখন জানা যায় যে গুট্টেদার ও তাঁর পরিবারের বাড়িতে শুক্রবারই হানা দিয়েছিল এসআইটি। প্রাক্তন বিধায়ক, তাঁর দুই ছেলে ও এক চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টের বাড়িতেও তল্লাশি চালানো হয় বলে সূত্রের খবর।

ঘটনা নিয়ে প্রশ্নের মুখে গুট্টেদার দাবি করেছেন, বিষয়টি সম্পূর্ণ নিরীহ এবং উৎসবের আগে বাড়ির পরিচ্ছন্নতার জন্যই তাঁর কর্মীরা পুরনো কাগজপত্র পুড়িয়ে ফেলেছিলেন। তাঁর কথায়, “যদি কোনও দুরভিসন্ধি থাকত, তবে নিশ্চয়ই আমরা এই কাগজপত্র বাড়ির সামনে পুড়িয়ে দিতাম না। এটা কেবল পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ ছিল, অন্য কিছু নয়।”

তবে বিরোধীরা এই ব্যাখ্যা মানতে নারাজ। কংগ্রেসের অভিযোগ, ২০২৩ সালের কর্ণাটক বিধানসভা নির্বাচনে আলান্দ কেন্দ্রে ব্যাপক ভোট জালিয়াতি হয়েছিল। রাহুল গান্ধী নিজে দাবি করেছিলেন, বিজেপি ‘ভোট চুরি’-র ষড়যন্ত্রে লিপ্ত ছিল এবং এর মাধ্যমে হাজার-হাজার কংগ্রেস সমর্থকের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়। অভিযোগ অনুযায়ী, মিথ্যা ফোনকলের মাধ্যমে অনেক প্রকৃত ভোটারের নাম মুছে ফেলা হয়েছিল। এসআইটি এখন ওই ঘটনার সমস্ত প্রমাণ খতিয়ে দেখছে। পোড়া ভোটার রেকর্ড উদ্ধার হওয়ার পর তদন্ত আরও গুরুত্ব পেয়েছে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen