SIR: ছাব্বিশে বঙ্গের ভোটের আগেই দেশজুড়ে ভোটার তালিকা সংশোধন, চলছে চূড়ান্ত পর্বের প্রস্তুতি

বাংলা সহ পাঁচ রাজ্যের নির্বাচনের আগেই দেশজুড়ে SIR-র কাজ শেষ করা হবে। SIR-র জন্য রাজ্যভিত্তিক পৃথক বিজ্ঞপ্তি জারি হতে পারে।

August 5, 2025 | 2 min read
Published by: Drishti Bhongi
Voter lists will be revised across the country ahead of Bengal polls 2026
Voter lists will be revised across the country ahead of Bengal polls 2026

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১১.১৫: SIR নিয়ে তুঙ্গে বিতর্ক কিন্তু বিহারে স্পেশাল ইন্টেনসিভ রিভিশনের কাজ সম্পূর্ণ হয়েছে। একে সাফল্য হিসাবেই দেখছে নির্বাচন কমিশন। এবার বিহার পরবর্তী পাঁচ রাজ্যের বিধানসভা ভোটের আগেই গোটা দেশে ভোটার তালিকার স্পেশাল ইন্টেনসিভ রিভিশনের কাজ শেষ করতে চাইছে কমিশন। সূত্রের খবর, সব রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকদের প্রস্তুতি শুরুর নির্দেশ দিয়েছে কমিশন। বুথ স্তরে ভোটার তথ্য যাচাইয়ের জন্য বুথ লেভেল অফিসার নিয়োগ থেকে রাজনৈতিক দলগুলিকে বুথ লেভেল এজেন্ট নিয়োগের জন্য চিঠি পাঠাতে আগেই নির্দেশ দিয়েছিল কমিশন। বাধ্যতামূলকভাবে সব রাজ্যকে গত এক বছরের ভোটার তালিকায় সংযোজন-বিয়োজনের তথ্য তৈরি রাখতে বলা হয়েছে। কোনও কোনও রাজ্যে গত পাঁচ বছরের ভোটার তালিকায় সংযোজন-বিয়োজন সংক্রান্ত রিপোর্ট দিতে বলেছে কমিশন। তালিকায় রয়েছে বাংলাও।

প্রতিটি রাজ্যকে তাদের সংশ্লিষ্ট ওয়েবসাইটে শেষ এসআইআর অনুযায়ী ভোটার তালিকা প্রকাশের নির্দেশ দিয়েছে কমিশন। বিএলও, বিএলও সুপারভাইজার, ইআরও, বুথ লেভেল এজেন্ট নিয়োগ এবং তাঁদের প্রশিক্ষণের কাজ শেষ হলেই রাজ্যগুলিকে তৎক্ষণাৎ রিপোর্ট পাঠাতেও বলা হয়েছে। সিইওদের নিয়ে দিল্লিতে বৈঠক হতে পারে। তারপরই দেশজুড়ে এসআইআরের বিজ্ঞপ্তি জারি হবে।

SIR-র জন্য রাজ্যভিত্তিক পৃথক বিজ্ঞপ্তি জারি হতে পারে। নির্দিষ্ট সময়ে এক একটি রাজ্যে এসআইআরের কাজ চলবে। বাংলা সহ পাঁচ রাজ্যের নির্বাচনের আগেই দেশজুড়ে SIR-র কাজ শেষ করা হবে। ২০২৬ সালে বাংলা এবং আরও চার রাজ্য—অসম, কেরল, তামিলনাড়ু এবং পুদুচেরিতে ভোট হওয়ার কথা।

বিশেষজ্ঞ মহলের ব্যাখ্যা, কমিশন বুঝতে পারছে, দিন যত গড়াবে SIR-কে কেন্দ্র করে সুর ততই চড়বে বিরোধীরা। তাই পাঁচ রাজ্যের ভোটের আগেই দেশজুড়ে SIR-র কাজ শেষ করতে ফেলতে চায় কমিশন। বিরোধীদের দাবি, বিজেপির চাপেই পাঁচ রাজ্যের নির্বাচন শুরুর আগে দেশে এসআইআর পর্ব সেরে ফেলতে চাইছে কমিশন। বাংলায় SIR ইস্যুতে সোমবার প্রস্তুতি শুরুর নির্দেশ দিয়েছেন অমিত শাহ। বঙ্গ বিজেপির সভাপতি, কেন্দ্রীয় মন্ত্রী এবং বাংলার দায়িত্বপ্রাপ্ত বিজেপির কেন্দ্রীয় নেতাদের সঙ্গে তিনি বিশেষ বৈঠক সেরেছেন সোমবার। অন্যদিকে, SIR নিয়ে ১২ আগস্ট পরবর্তী শুনানি রয়েছে শীর্ষ আদালতে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen