SIR মিটলেই বঙ্গে ভোট! নির্বাচনী দফা নিয়ে অশনি সংকেত BJP-র?

October 27, 2025 | < 1 min read
Published by: Saikat

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ১৪:২২: চড়ছে রাজনীতির পারদ! বছর ঘুরলেই বিধানসভা নির্বাচন। তার আগে শুরু হতে পারে ভোটার তালিকার ইন্টেনসিভ রিভিশন (SIR)। আজ, সোমবার বিকেলে দিল্লিতে সাংবাদিক সম্মেলন ডেকেছে জাতীয় নির্বাচন কমিশন। আজই দেশের ১০ রাজ্যে SIR-র বিজ্ঞপ্তি ঘোষণা হতে পারে। তালিকায় থাকতে পারে বাংলার নামও। গেরুয়া দলের দাবি, বাংলায় SIR-র পরই হবে ভোট। নির্বাচন কমিশন স্বশাসিত সংস্থা। তাহলে কীভাবে বিজেপির নেতারা এ বিষয়ে বিবৃতি দেন? প্রশ্ন তুলেছিল তৃণমূল।

কমিশনের একের পর এক ঘটনায় বাংলার শাসক দলের অভিযোগেই সিলমোহর পড়েছে। তৃণমূলের দাবি, কমিশনকে প্রভাবিত করে বাংলায় ভোটে যেতে চাইছে বিজেপি। এবার প্রশ্ন উঠছে, ক’দফায় বঙ্গে ভোট হবে? বঙ্গ বিজেপি নেতৃত্ব ২ থেকে ৩ দফায় ২০২৬ সালের বিধানসভা নির্বাচন করতে চাইছে। সাধারণ সম্পাদক লকেট চট্টোপাধ্যায় রবিবার বলেন, ‘‘৭-৮ দফায় ভোট হলে তৃণমূলের সুবিধা। কারণ, ওরা যত বেশি সময় পাবে, রাজ্যের বিভিন্ন প্রান্তে ভোট ম্যানেজারদের ঘুরিয়ে ফিরিয়ে ব্যবহার করবে। তিন দফায় ভোট শেষ হলে এই অপকর্ম করা যাবে না।’’

বিহারে আগামী মাসেই ভোট। ২৪৩টি বিধানসভা আসনে দুই দফায় ভোট হবে। এবার বাংলার ২৯৪টি আসনের জন্য কত দফা বরাদ্দ হয়, তা নিয়ে জল্পনা শুরু হয়ে গিয়েছে। ২০২১ সালে ৮ দফায় ভোট হয়েছিল। দেখা গিয়েছে, বেশি দফায় ভোট হলে জনতার রায় মমতার পক্ষেই যায়। ‘দফা’ নিয়েও অশনিসংকেত দেখছে বিজেপি। এবার তারা চাইছে, কমিশন তাড়াতাড়ি ভোট মেটাক।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen