VP Election: উপ-রাষ্ট্রপতি পদে প্রার্থী চূড়ান্ত করতে আগামীকাল বিজেপির বৈঠক, তৎপরতা ‘ইন্ডিয়া’ শিবিরেও
আগামী ৯ই সেপ্টেম্বর উপ-রাষ্ট্রপতি নির্বাচন (vice-presidential election)।

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৩:০৫: ভারতীয় জনতা পার্টির (BJP) সংসদীয় বোর্ড (parliamentary board) আগামীকাল ১৭ই অগাষ্ট বৈঠকে বসছে উপ-রাষ্ট্রপতি (Vice President) পদে দলের প্রার্থী চূড়ান্ত করতে। আগামী ৯ই সেপ্টেম্বর উপ-রাষ্ট্রপতি নির্বাচন (vice-presidential election)।
গত ৪ঠা অগাষ্ট স্বাস্থ্যগত কারণ দেখিয়ে বর্তমান উপ-রাষ্ট্রপতি জগদীপ ধনখড় (Jagdeep Dhankhar) তাঁর পদ থেকে ইস্তফা দেন। তাঁর এই পদত্যাগ রাজনৈতিক মহলে নানান জল্পনা-কল্পনার সৃষ্টি করে, অনেকেই এর পেছনে অন্য কারণ থাকার সম্ভাবনার কথা উল্লেখ করেন।
এনডিএ জোটের (NDA alliance) সব মুখ্যমন্ত্রী ও উপ-মুখ্যমন্ত্রীদের আগামী ২১শে অগাষ্ট দিল্লীতে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে, কারণ সেই দিনেই শাসক জোটের পক্ষ থেকে উপ-রাষ্ট্রপতি প্রার্থীর মনোনয়নপত্র জমা দেওয়া হবে।
অন্যদিকে, বিরোধী জোট ইন্ডিয়া (INDIA bloc) যৌথ প্রার্থী দিতে তৎপর হয়েছে। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়গে (Mallikarjun Kharge) ইতিমধ্যেই বিরোধী নেতাদের সঙ্গে আলোচনা শুরু করেছেন যৌথ প্রার্থী নিয়ে ঐকমত্যে পৌঁছনোর জন্য।