মধ্যপ্রাচ্যে ফের যুদ্ধের দামামা! ইয়েমেনের মুকাল্লায় সৌদির ভয়াবহ বিমান হানা, জারি জরুরি অবস্থা

December 30, 2025 | 2 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ২২:৩০: মধ্যপ্রাচ্যের আকাশে আবারও ঘনিয়ে এল যুদ্ধের কালো মেঘ। ইয়েমেনের বন্দর শহর মুকাল্লা লক্ষ্য করে ভয়াবহ বিমান হামলা চালাল সৌদি আরব (Saudi Arabia)। হামলার পরেই মঙ্গলবার তড়িঘড়ি দেশজুড়ে জরুরি অবস্থা জারি করেছে হাউথি বিদ্রোহীরা। যদিও ঘটনায় এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর মেলেনি, তবে দুই দেশের পারস্পরিক আস্ফালনে বড়সড় যুদ্ধের আশঙ্কা করছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা।

ইয়েমেন প্রশাসনের দাবি, রাতের অন্ধকারে অতর্কিতে মুকাল্লা বন্দরে বড়সড় বিমান হামলা চালানো হয়েছে। মূলত বন্দর এবং সেখানে নোঙর করে রাখা জাহাজগুলি ছিল এই হামলার লক্ষ্যবস্তু। হামলার তীব্রতায় দাউ দাউ করে জ্বলে ওঠে বন্দরের একাধিক জাহাজ। হাউথিদের অভিযোগ, ইচ্ছাকৃতভাবে প্ররোচনা দেওয়ার জন্যই এই হামলা চালিয়েছে রিয়াধ। এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে সৌদির সঙ্গে স্বাক্ষরিত সমস্ত সামরিক চুক্তি বাতিলের ঘোষণা করেছে ইয়েমেন (Yemen)।

অন্যদিকে, সৌদি আরবের পক্ষ থেকেও এই হামলার দায় স্বীকার করে নেওয়া হয়েছে। সেদেশের সংবাদমাধ্যম সূত্রে খবর, মুকাল্লা বন্দরে নোঙর করা ওই জাহাজগুলিতে বিপুল পরিমাণ অস্ত্রশস্ত্র মজুত করা হয়েছিল। গোয়েন্দা রিপোর্ট অনুযায়ী, ওই অস্ত্র ব্যবহার করে শীঘ্রই সৌদি আরবে বড়সড় হামলার ছক কষেছিল হাউথিরা। সেই পরিকল্পনা ভেস্তে দিতে এবং অস্ত্রভর্তি জাহাজগুলি ধ্বংস করতেই এই বিমান অভিযান চালানো হয়েছে। সৌদি প্রশাসনের দাবি, সাধারণ নাগরিকদের বা বসতি এলাকা লক্ষ্য করে এই হামলা চালানো হয়নি, নির্দিষ্ট লক্ষ্যবস্তুতেই আঘাত হানা হয়েছে।

উল্লেখ্য, সৌদি আরব এবং ইয়েমেনের হাউথি বিদ্রোহীদের মধ্যে সংঘাত নতুন কিছু নয়। অতীতেও বহুবার হামলা-পাল্টা হামলায় উত্তপ্ত হয়েছে লোহিত সাগর সংলগ্ন এই অঞ্চল। তবে বিশেষজ্ঞদের মতে, সাম্প্রতিক এই ঘটনা এবং হাউথিদের জরুরি অবস্থা জারির সিদ্ধান্ত পরিস্থিতির দ্রুত অবনতি ঘটাতে পারে। সৌদির এই পদক্ষেপের পর হাউথিরা পাল্টা প্রত্যাঘাত করবে কি না, বা সংঘাত আরও বড় আকার নেবে কি না, এখন সেদিকেই তাকিয়ে আন্তর্জাতিক মহল।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen