সতর্কবার্তা নতুন মানচিত্রে: দেশজুড়ে বড় ভূমিকম্পের আশঙ্কা, কোন রাজ্য সবচেয়ে বিপদে?
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৪:০০: ভারতের ভূমিকম্প ঝুঁকি মানচিত্রে বড় পরিবর্তন — BIS-এর নতুন সিসমিক জোনেশন ম্যাপ দেশে সতর্কতার বার্তা দিচ্ছে। নতুন মানচিত্রে প্রথমবারের মতো পুরো হিমালয় অঞ্চলকে সর্বোচ্চ ঝুঁকির *Zone VI* হিসেবে চিহ্নিত করা হয়েছে। এটি গত কয়েক দশকের মধ্যে ভূমিকম্প ঝুঁকি মূল্যায়নে সবচেয়ে বড় আপডেট। এখন দেশের *৬১% এলাকা মাঝারি থেকে উচ্চ ঝুঁকির আওতায়*, ফলে ভবন নির্মাণবিধি ও নিরাপত্তা নিয়ম দ্রুত করা জরুরি হয়ে পড়েছে।
কী বোঝায় নতুন Zone VI?
Zone VI হচ্ছে সর্বোচ্চ মাত্রার বিপজ্জনক অঞ্চল—যেখানে ভবিষ্যতে সবচেয়ে শক্তিশালী ভূকম্পন ঘটার সম্ভাবনা রয়েছে। এই অঞ্চলগুলোতে বড় ধরনের ভূমিকম্প হলে ব্যাপক ক্ষতি হতে পারে, তাই এখানকার প্রস্তুতি সর্বাধিক জরুরি।
কোন অঞ্চল বেশি ঝুঁকিতে?
BIS অনুযায়ী, কাশ্মীর থেকে অরুণাচল পর্যন্ত পুরো হিমালয় বেল্ট এখন Zone VI। ভারতীয় ও ইউরেশীয় প্লেটের সংঘর্ষ এবং ক্রমাগত চাপ বাড়ার কারণে বিশেষ করে উত্তরাখণ্ড, হিমাচল, জম্মু-কাশ্মীর ও উত্তরপ্রদেশের কিছু অংশ গুরুতর ঝুঁকিতে। এই অঞ্চলে প্রায় ২০০ বছর বড় ভূমিকম্প না হওয়ায় বিপদের আশঙ্কা আরও বেড়েছে।
নতুন কোডে কী পরিবর্তন?
BIS জানিয়েছে, এখন থেকে নির্মাণে ২০১৬ নয়, ২০২৫-এর আপডেটেড কোড ব্যবহার বাধ্যতামূলক। নতুন কোডে—
* ভারী নন-স্ট্রাকচারাল উপাদান নিশ্চিতভাবে বেঁধে রাখতে হবে
* হাসপাতাল, স্কুলসহ গুরুত্বপূর্ণ স্থাপনা ভূমিকম্পের পরও চালু রাখতে সক্ষম হতে হবে
* জনঘনত্ব, অবকাঠামোর মান ও সামাজিক ঝুঁকি বিবেচনায় “Exposure Window” যুক্ত করা হয়েছে
ভারতের তিন-চতুর্থাংশ মানুষ ভূমিকম্পপ্রবণ এলাকায় বাস করেন—তাই এখনই সচেতনতা ও নিরাপত্তা নিশ্চিত করা সময়ের দাবি।