চালসায় চা বানিয়ে জনসংযোগ মমতার, দেখুন সেই ভিডিও

তিনি সটান রাস্তার পাশের এক চায়ের দোকানে ঢুকে নিজের হাতে চা করলেন, তার পর খাওয়ালেন সকলকে। দেখুন সেই ভিডিও।

April 3, 2024 | < 1 min read
Published by: Drishti Bhongi
চালসায় চা বানিয়ে জনসংযোগ মমতার

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: দিন দুয়েক আগেই ঝড়ে লন্ডভন্ড হয়ে গিয়েছে জলপাইগুড়ি। খবর পাওয়া মাত্রই রাতে কলকাতা থেকে সেখানে চলে যান মমতা (Mamata Banerjee)। ক্ষতিগ্রস্ত এলাকা ঘুরে দেখেন, কথা বলেন ঝড়ে বিধ্বস্ত পরিবারগুলির সঙ্গে। সরকারি সাহায্যের আশ্বাসও দেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, আগামী কয়েক দিন উত্তরবঙ্গেই থাকবেন। বুধবার জলপাইগুড়ির (Jalpaiguri) চালসা (Chalsa) এলাকায় জনসংযোগে বার হয়েছিলেন মমতা।

তিনি সটান রাস্তার পাশের এক চায়ের দোকানে ঢুকে নিজের হাতে চা করলেন, তার পর খাওয়ালেন সকলকে। দেখুন সেই ভিডিও।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen