Weather Update: এখনই রেহাই নেই! দক্ষিণবঙ্গে দুর্যোগ চলবেই, উত্তরেও ভারী বর্ষণের সম্ভাবনা
আগামী সোমবার কালিম্পং, মালদহ ও দক্ষিণ দিনাজপুরে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। মঙ্গলবার উত্তরবঙ্গে বৃষ্টির দাপট কমবে

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ৮.০০: কিছুতেই পিছু ছাড়ছে না দুর্যোগ। নিম্নচাপ ক্রমশ পশ্চিমের দিকে এগিয়ে গিয়ে ঝাড়খণ্ডের আকশ দখল করতে শুরু করেছে। কিন্তু বৃষ্টি থেকে আপাতত রেহাই পাচ্ছেন না দক্ষিণবঙ্গের মানুষ। এখনই থামছে না ঝড় বৃষ্টি। আজ, রবিবার দক্ষিণবঙ্গের বেশ কিছু জায়গায় ঝোড়ো হাওয়ার সঙ্গে হালকা থেকে মাঝারি বর্ষণ হতে পারে। ৩০ থেকে ৪০ কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে বইতে পারে হাওয়া। রবিবার পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর ২৪ পরগনায় বৃষ্টি হতে পারে। সোমবার ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে দুই বর্দমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ায়।
রবিবার, উত্তরবঙ্গের বেশ কিছু জায়গায় অতিভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে রবিবার অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। সেই কারণেই এই দুই জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি রয়েছে। দার্জিলিং, কোচবিহার, কালিম্পং ইত্যাদি জেলায় ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। জারি রয়েছে হলুদ সর্তকতা। মনে করা হচ্ছে, ৭ থেকে ১১ সেন্টিমিটার বৃষ্টিপাত হতে পারে। সোমবার দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ারে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে।
আগামী সপ্তাহের শুরুতেই দক্ষিণবঙ্গে বেশ কিছু জায়গায় দুর্যোগের দাপট শুরু হতে পারে। সোম, মঙ্গল থেকে আবারও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের জেলায় জেলায়। ভারী বৃষ্টি হতে পারে পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ায়। পুরুলিয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনাতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। হলুদ সর্তকতা জারি করেছে হাওয়া অফিস। আগামী সোমবার কালিম্পং, মালদহ ও দক্ষিণ দিনাজপুরে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। মঙ্গলবার উত্তরবঙ্গে বৃষ্টির দাপট কমবে