১০৮ পুরসভায় ভালো ফল হবে না, স্বীকারোক্তি দিলীপের

২৭ ফেব্রুয়ারি রাজ্যের বাকি ১০৮ পুরসভার ভোটেও বিজেপির ফল বিশেষ ভালো হবে না। ভরাডুবির কারণ হিসেবে রাজ্য বিজেপির ক্রমবর্ধমান অসন্তোষ এবং কোন্দলকেই দায়ী করেছেন তিনি।

February 17, 2022 | < 1 min read
Published by: Drishti Bhongi

‘রাজ্যের চার পুরনিগমের ভোটে যে শক্তি নিয়ে আমাদের লড়াই করার কথা ছিল, তা আমরা লড়তে পারিনি।’ রাজ্যের চার পুরনিগমের ফলাফল প্রকাশিত হয়েছে গত সোমবার। বাংলার অন্য নির্বাচনগুলির মতোই এতেও আক্ষরিক অর্থেই ভরাডুবি হয়েছে বিজেপির। বিজেপির অন্যতম সর্বভারতীয় সহ-সভাপতি তথা সাংসদ দিলীপ ঘোষ এদিন আরও ইঙ্গিত দিয়েছেন, আগামী ২৭ ফেব্রুয়ারি রাজ্যের বাকি ১০৮ পুরসভার ভোটেও বিজেপির ফল বিশেষ ভালো হবে না। ভরাডুবির কারণ হিসেবে রাজ্য বিজেপির ক্রমবর্ধমান অসন্তোষ এবং কোন্দলকেই দায়ী করেছেন তিনি।

ভোটের ফলপ্রকাশের দু’দিন পর বুধবার দিল্লিতে দিলীপবাবু বলেন, ‘বিজেপিতে কিছু পরিবর্তন হচ্ছে। তাতে অনেকেই ক্ষুব্ধ। আবার দলের কমিটিতেও অনেকে জায়গা পাননি। তা নিয়েও অসন্তোষ রয়েছে। আমরা প্রত্যেকের সঙ্গেই কথা বলছি। সকলেই যাতে ফের দলের কাজে যুক্ত হন, সেই চেষ্টা করা হচ্ছে।’ রাজনৈতিক মহল বলছে, দিলীপবাবুর মন্তব্য থেকেই স্পষ্ট, দলের বঙ্গ ব্রিগেডের ডামাডোল সামাল দিতে রীতিমতো হিমশিম খাচ্ছেন দায়িত্বপ্রাপ্ত নেতারা। এরই প্রভাব পড়ছে নির্বাচনগুলিতে।

যদিও দলের সাংগঠনিক দুর্বলতাকে আড়াল করতে অন্য কোনও উপায় না দেখে রাজ্য বিজেপি কাঠগড়ায় তুলছে শাসক তৃণমূল কংগ্রেসকেই। দিলীপবাবু বলেন, ‘এমনও হয়েছে, বিজেপির অনেক কর্মী দলীয় প্রার্থীদের হয়ে কাজই করেননি। বাড়িতে বসে গিয়েছেন। তাঁদের হয়তো পুলিস ভয় দেখিয়েছে। কিংবা অন্য কোনও হুমকি দেওয়া হয়েছে। ২৭ ফেব্রুয়ারির ভোটেও কিছু জায়গায় এই পরিস্থিতির সৃষ্টি হবে।’

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen