বার্লার বাড়িতে তৃণমূলের নেতারা! উপনির্বাচনের আগেই দলবদলের ধাক্কা BJP-তে?

তৃণমূলের রাজ্য সম্পাদক দীপেন প্রামাণিক ও তৃণমূলের জেলার মুখপাত্র দুলাল দেবনাথকে ডুয়ার্সের বানারহাটের লক্ষ্মীপাড়া চা বাগানে জন বার্লার বাড়িতে দেখা গেল।

November 5, 2024 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: মাদারিহাট-সহ রাজ্যের হাফ ডজন কেন্দ্রে আগামী ১৩ নভেম্বর উপনির্বাচন। বিজেপির হয়ে প্রচারে দেখা যাচ্ছে না প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি নেতা জন বার্লাকে। এবারের লোকসভা ভোটে টিকিট না পেয়ে বসে গিয়েছিলেন তিনি। দলবদলের জল্পনাও ছিল। যদিও শীর্ষ নেতৃত্বের চাপে প্রার্থী মনোজ টিগ্গার সমর্থনে প্রচারে নামেন। মাদারিহাট উপনির্বাচনে ফের তাঁর নিষ্ক্রিয়তা টের পাওয়া যাচ্ছে। সদ্য তাঁর বোন তৃণমূলের যোগ দিয়েছেন। তৃণমূলের রাজ্য সম্পাদক দীপেন প্রামাণিক ও তৃণমূলের জেলার মুখপাত্র দুলাল দেবনাথকে ডুয়ার্সের বানারহাটের লক্ষ্মীপাড়া চা বাগানে জন বার্লার বাড়িতে দেখা গেল।

জন বার্লা তৃণমূলে যোগ দেবেন? জোর চর্চা শুরু হয়েছে। বার্লা বলেন, দীপেন প্রামানিক তাঁর পুরনো প্রেসিডেন্ট ছিলেন জলপাইগুড়ি জেলার। আসবেন বলেছিলেন, তাই এসেছেন। কথা হয়েছে বলেও জানান। নাম না-করে মনোজ টিগ্গাকে রীতিমতো অসন্তোষ প্রকাশ করেন জন বার্লা। বলেন, “এখানে ওয়ান আর্মি হিসেবে চলছে। কারও সঙ্গে কোনও কথা না বলেই চলছে। আপনারা বুঝবেন কাকে বলছি। এখন আমাকে ছাড়া জিতলে ভালো, চা বাগানের মানুষকে নিয়ে না চললে কেন তাঁরা বিশ্বাস করবে?” বার্লার অভিযোগ, কলকাতার নেতৃত্ব আলিপুরদুয়ার, জলপাইগুড়ির নেতাদের গুরুত্ব দেয় না। কমিটিতে রাখে না। যার জেরে বিজেপির ফলাফল ক্রমশ খারাপ হচ্ছে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen