‘আমরা ভারতমাতার সন্তান’ স্বাধীনতা দিবসের প্রাক্কালে প্রকাশ মমতার গান
স্বাধীনতা দিবসের প্রাক্কালে নিজের ফেসবুক পেজে একটি গান তিনি প্রকাশ করেছেন। শীর্ষক ‘আমরা ভারতমাতার সন্তান’।

১৫ই আগস্ট ১৯৪৭। স্বাধীন হয়েছিল ভারতবর্ষ। দেখতে দেখতে অতিক্রান্ত ৭৩ বছর। প্রত্যেক বছর এই দিনটি উন্মাদনার সাথে পালিত হয় দেশজুড়ে।
এ বারের স্বাধীনতা দিবসে এক নতুন আকর্ষণ মমতা বন্দ্যোপাধ্যায়ের গান। স্বাধীনতা দিবসের প্রাক্কালে নিজের ফেসবুক পেজে একটি গান তিনি প্রকাশ করেছেন। শীর্ষক ‘আমরা ভারতমাতার সন্তান’।
সম্প্রীতির বার্তা দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন, ‘ আমরা ভারতমাতার সন্তান, আমাদের মধ্যে নেই বিভাজন’। দেশমাতৃকাকে শ্রদ্ধা জানিয়ে এই নিবেদনে অংশগ্রহণ করেছেন জেলার শিল্পীরা। গানের বিষয়ে তিনি লিখেছেন, আমাদের দেশ মানবতার পীঠস্থান, একতার জন্মভূমি, সম্প্রীতির কর্মভূমি। এ দেশের ঐতিহ্য সর্বধর্ম সমন্বয়।
শুনুন সেই গানঃ
এ বারের স্বাধীনতা দিবসে কুচকাওয়াজ হবে খুবই সংক্ষিপ্ত এবং আনুষ্ঠানিক। মুখ্যমন্ত্রীর জাতীয় পতাকা উত্তোলনের পরে পুলিশের একটি ছোট দল জাতীয় পতাকাকে অভিবাদন জানাবে। সেখানে প্রতীকী ভাবে কয়েক জন করোনা-যোদ্ধাকে সম্মান জানাবেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলার কৃষ্টি ও সংস্কৃতির প্রতিনিধি হিসেবে থাকবে একটি ছোট বাউল দল।