খিদিরপুর অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে রাজ্য সরকার, আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর

মুখ্যমন্ত্রী শান্তস্বরে তাঁকে বলেন, আপাতত আমরা অস্থায়ী দোকান তৈরি করে দেওয়া হবে, সেই সঙ্গে আর্থিক ক্ষতিপূরণও

June 16, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৫:৪৬: খিদিরপুর অরফ্যানগঞ্জ মার্কেট অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে রাজ্য সরকার। রবিবার গভীর রাতে ভয়াবহ আগুনে ভস্মীভূত খিদিরপুরের (Khidirpur) বাজার। দমকলের ২০টি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এলেও সোমবার বিকেল পর্যন্ত পকেট ফায়ারিং রয়েছে। সোমবার দুপুরে বিধানসভা থেকে খিদিরপুরের ওই এলাকায় যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

সেখানে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, “নতুন করে বাজার তৈরি করে দেবে সরকার। কোনও খরচ দিতে হবে না ব্যবসায়ীদের। কর্পোরেশন যে মার্কেটটি তৈরি করবে সেটা বৈজ্ঞানিক পদ্ধতিতে হবে। থাকবে যথোপযুক্ত অগ্নিনির্বাপণ ব্যবস্থা। যতক্ষণ না নতুন মার্কেট তৈরি হবে ততদিন ব্যবসায়ীদের জন্য অস্থায়ী জায়গার বন্দোবস্ত করা হবে। পুরো দোকান পুড়ে গেলে ১ লক্ষ টাকা এবং আংশিক ক্ষতিগ্রস্তদের ৫০ হাজার টাকা দেবে রাজ্য। কার কার দোকান জ্বলে গিয়েছে, কতটা ক্ষতি হয়েছে, তা খতিয়ে দেখা হবে। সেই অনুযায়ী একটি রিপোর্টও তৈরি করা হবে।” আপাতত ওই অগ্নিদগ্ধ এলাকায় ব্যারিকেড করে দেওয়ার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী।

তাঁর বক্তব্যের মধ্যেই একজন ক্ষতিগ্রস্ত দোকানদার জানতে চান, কতদিনের মধ্যে দোকান করে দেবেন? কবে পাব ক্ষতিপূরণের টাকা? মুখ্যমন্ত্রী শান্তস্বরে তাঁকে বলেন, আপাতত আমরা অস্থায়ী দোকান তৈরি করে দেওয়া হবে, সেই সঙ্গে আর্থিক ক্ষতিপূরণও। তদন্ত প্রক্রিয়া শেষ হলে সরকারের প্রসিউডির মেনে স্থায়ী দোকান গড়ে তোলা হবে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen