বাংলায় ফের বাড়ল করোনা সংক্রমণ, গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ২হাজার পার
করোনাজয়ীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০ লক্ষ ৪ হাজার ৪৪১ জন। এখনও পর্যন্ত রাজ্যে করোনায় সুস্থতার হার বেড়ে দাঁড়াল ৯৮.২৬ শতাংশ।
Authored By:

গত ২৪ ঘণ্টায় বাংলায় করোনা আক্রান্ত ২,৩৫২ জন। রাজ্য স্বাস্থ্যদপ্তরের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ২০ লক্ষ ৩৯ হাজার ৯৪২। মৃত্যুহার কমে দাঁড়িয়েছে ১.০৪ শতাংশ।
এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ২১ হাজার ২৩১ জনের। করোনাজয়ীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০ লক্ষ ৪ হাজার ৪৪১ জন। এখনও পর্যন্ত রাজ্যে করোনায় সুস্থতার হার বেড়ে দাঁড়াল ৯৮.২৬ শতাংশ।
একদিনে ১৪ হাজার ৪৮৪ টি নমুনা পরীক্ষা হয়েছে। পজিটিভিটি রেট ১৬.২৪ শতাংশ। ভাইরাস মোকাবিলায় একদিনে ১ লক্ষ ৩ হাজার ৯৫৫ ডোজ দেওয়া হয়েছে। রাজ্যে মোট ৩৯ লক্ষ ২৬ হাজার ৬২৯ প্রিকশন ডোজ দেওয়া হয়েছে।