গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্ত ৮৬, পজিটিভিটি রেট ২.২০ শতাংশ
করোনাজয়ীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০ লক্ষ ৯৪ হাজার ১৭৬ জন। এখনও পর্যন্ত রাজ্যে করোনায় সুস্থতার হার ৯৮.৯২ শতাংশ।
October 17, 2022
|
< 1 min read
Published by: Drishti Bhongi

গত ২৪ ঘণ্টায় বাংলায় করোনা আক্রান্ত ৮৬ জন। রাজ্য স্বাস্থ্যদপ্তরের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ২১ লক্ষ ১৭ হাজার ৯০। মৃত্যুহার কমে দাঁড়িয়েছে ১.০২ শতাংশ। গত ২৪ ঘন্টায় করোনার বলি ১ জন।
এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ২১ হাজার ৫২৩জনের। করোনাজয়ীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০ লক্ষ ৯৪ হাজার ১৭৬ জন। এখনও পর্যন্ত রাজ্যে করোনায় সুস্থতার হার ৯৮.৯২ শতাংশ।
একদিনে ৩ হাজার ৯১২টি নমুনা পরীক্ষা হয়েছে। পজিটিভিটি রেট ২.২০ শতাংশ। ভাইরাস মোকাবিলায় একদিনে ২৫৬ ডোজ দেওয়া হয়েছে। রাজ্যে মোট ১কোটি ৫১ লক্ষ ৬০ হাজার ৩৪৬ প্রিকশন ডোজ দেওয়া হয়েছে।