টানা তিনদিন মৃত্যু শূণ্য বাংলা, গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত কমে ৩৭

বর্তমানে বাংলায় করোনার পজিটিভিটি রেট কমে দাঁড়িয়েছে ০.২৩ শতাংশে। যার মধ্যে হোম আইসোলেশনে রয়েছেন ৬৬৯ জন।

March 25, 2022 | < 1 min read

Authored By:

Drishti Bhongi Drishti Bhongi

দেশজুড়ে করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে এলেও খানিকটা চিন্তায় রাখছিল মৃত্যুহার। কিন্তু এক্ষেত্রে বাংলার করোনা পরিসংখ্যান অনেকটাই স্বস্তিদায়ক। কারণ টানা তিনদিন ধরে রাজ্যে করোনায় একটিও প্রাণ যায়নি।

শুক্রবার রাজ্য স্বাস্থ্যদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনা (Coronavirus) আক্রান্ত হয়েছেন ৩৭ জন। গতকাল যে সংখ্যাটা ছিল ৫৯। রাজ্যে এখনও পর্যন্ত করোনা পজিটিভ হয়েছেন ২০ লক্ষ ১৭ হাজার ৭২ জন। যদিও তার মধ্যে প্রায় ৯৯ শতাংশই করোনা মুক্ত হয়ে গিয়েছেন। বুলেটিন বলছে, একদিনে রাজ্যে কোভিড থেকে সুস্থ হয়েছেন ৮০ জন। এখনও পর্যন্ত বাংলার ১৯ লক্ষ ৯৫ হাজার ১৩৭ জন মানুষ ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে জয়ী। বর্তমানে সুস্থতার হার ৯৮.৯১ শতাংশ। বর্তমানে বাংলায় করোনার পজিটিভিটি রেট কমে দাঁড়িয়েছে ০.২৩ শতাংশে। যার মধ্যে হোম আইসোলেশনে রয়েছেন ৬৬৯ জন। হাসপাতালে ভরতি ৬৯ জন করোনা আক্রান্ত।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen