এক ধাক্কায় অনেকটাই কমল রাজ্যে করোনা সংক্রমণ, সুস্থতার হার ৯৮.৭৭ শতাংশ
করোনাজয়ীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৯ লক্ষ ৯৯ হাজার ৯৭৯ জন। এখনও পর্যন্ত রাজ্যে করোনায় সুস্থতার হার বেড়ে দাঁড়াল ৯৮.৭৭ শতাংশ।
Authored By:

গত ২৪ ঘণ্টায় বাংলায় করোনা আক্রান্ত ৪৯৩ জন। রাজ্য স্বাস্থ্যদপ্তরের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ২০ লক্ষ ২৪ হাজার ৯৭২। মৃত্যুহার কমে দাঁড়িয়েছে ১.০৫ শতাংশ।
এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ২১ হাজার ২১৬ জনের। করোনাজয়ীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৯ লক্ষ ৯৯ হাজার ৯৭৯ জন। এখনও পর্যন্ত রাজ্যে করোনায় সুস্থতার হার বেড়ে দাঁড়াল ৯৮.৭৭ শতাংশ।
একদিনে ৯ হাজার ৬৪২ টি নমুনা পরীক্ষা হয়েছে। পজিটিভিটি রেট ৫.১১ শতাংশ। ভাইরাস মোকাবিলায় একদিনে ৭৭ হাজার ৭৮১ ডোজ দেওয়া হয়েছে। রাজ্যে মোট ৩৫ লক্ষ ৬১ হাজার ৩৩৫ প্রিকশন ডোজ দেওয়া হয়েছে।