করোনাবিধি উঠতেই সামান্য বাড়লো আক্রান্তের সংখ্যা, গত ২৪ ঘন্টায় মৃত্যুশূন্য বাংলা

এখনও পর্যন্ত বাংলার ১৯ লক্ষ ৯৫ হাজার ৬৬১ মানুষ ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে জয়ী। করোনার দৈনিক পজিটিভিটি রেট হয়েছে ০.৫৬ শতাংশ।

April 2, 2022 | < 1 min read

Authored By:

Drishti Bhongi Drishti Bhongi

দু’বছর পর ৩১ মার্চ মধ্যরাত থেকে বাংলায় উঠে গিয়েছে সব করোনাবিধি। তবে মাস্ক ও শারীরিক দূরত্ব বজায় রাখার কথা এখনও মাথায় রাখতে হবে বলেই জানিয়েছে প্রশাসন। আর শনিবারের দেওয়া তথ্যে জানা গেল, গত ১১ দিনে মারণ ভাইরাস কাড়তে পারেনি একটিও প্রাণ। যা নিঃসন্দেহে এই লড়াইয়ে রাজ্যবাসীর সাফল্য।

শুক্রবার রাজ্য স্বাস্থ্যদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনা (Coronavirus) আক্রান্ত হয়েছেন ৭০ জন। রাজ্যে এখনও পর্যন্ত করোনা পজিটিভ হয়েছেন ২০ লক্ষ ১৭ হাজার ৪৫৯ জন। তার মধ্যে প্রায় ৯৯ শতাংশই করোনা মুক্ত হয়ে গিয়েছেন। বুলেটিন বলছে, একদিনে রাজ্যে কোভিড থেকে সুস্থ হয়েছেন ৬৯ জন। এখনও পর্যন্ত বাংলার ১৯ লক্ষ ৯৫ হাজার ৬৬১ মানুষ ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে জয়ী। করোনার দৈনিক পজিটিভিটি রেট হয়েছে ০.৫৬ শতাংশ।

চলতি বছরই দেশে চতুর্থ ঢেউ আছড়ে পড়ার আশঙ্কা প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা। তাই নাইট কারফিউ কিংবা কনটেনমেন্ট জোনের মতো কোভিডবিধি উঠে গেলেও মাস্ক পরা কিংবা স্য়ানিটাইজার ব্যবহার এখনও চালিয়ে যাওয়ার পরামর্শই দিচ্ছেন চিকিৎসকরা। তবে স্বস্তি দিচ্ছে কমতে থাকা মৃত্যুহার। গত ২৪ ঘণ্টায় যেমন রাজ্যে করোনায় কেউ প্রাণ হারাননি। এই নিয়ে টানা ১১ দিন মৃত্যুহীন বাংলা। এখনও পর্যন্ত এ রাজ্যে মারণ ভাইরাসের বলি ২১ হাজার ১৯৭ জন।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen