রাজ্যে ফের বাড়ল করোনাতঙ্ক, একদিনে আক্রান্ত ৩ হাজার ছুঁইছুঁই
করোনাজয়ীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০ লক্ষ ৫ হাজার ৫২ জন। এখনও পর্যন্ত রাজ্যে করোনায় সুস্থতার হার বেড়ে দাঁড়াল ৯৮.১৫ শতাংশ।
Authored By:

একধাক্কায় রাজ্যে অনেকটাই বাড়ল করোনা সংক্রমণ। এবার কলকাতাকে ছাপিয়ে গেল উত্তর ২৪ পরগনার কোভিড গ্রাফ।
গত ২৪ ঘণ্টায় বাংলায় করোনা আক্রান্ত হয়েছেন ২৮৮৯ জন। একদিনে করোনার বলি দু’জন। রাজ্য স্বাস্থ্যদপ্তরের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ২০ লক্ষ ৪২ হাজার ৮৩১। মৃত্যুহার কমে দাঁড়িয়েছে ১.০৪ শতাংশ।
এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ২১ হাজার ২৩৩ জনের। করোনাজয়ীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০ লক্ষ ৫ হাজার ৫২ জন। এখনও পর্যন্ত রাজ্যে করোনায় সুস্থতার হার বেড়ে দাঁড়াল ৯৮.১৫ শতাংশ।
একদিনে ১৫ হাজার ৪১৬ টি নমুনা পরীক্ষা হয়েছে। পজিটিভিটি রেট ১৮.৭৪ শতাংশ। ভাইরাস মোকাবিলায় একদিনে ৭২ হাজার ৫৬ ডোজ দেওয়া হয়েছে। রাজ্যে মোট ৩৯ লক্ষ ৬২ হাজার ৮৯ প্রিকশন ডোজ দেওয়া হয়েছে।