রাজ্য সরকারি কর্মচারিদের অ্যাড হক বোনাস এবং উৎসব অগ্রিম ভাতা বাড়ল

মঙ্গলবার রাজ্যের অর্থ দপ্তরের তরফে এক বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছে, শারদোৎসব ও ঈদের আগে এই বোনাস ও অগ্রিম পাওয়া যাবে।

March 18, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi
রাজ্য সরকারি কর্মচারিদের অ্যাড হক বোনাস এবং উৎসব অগ্রিম ভাতা বাড়ল

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: রাজ্য সরকারি কর্মচারিদের অ্যাড হক বোনাস এবং উৎসব অগ্রিম ভাতা বাড়ল। মঙ্গলবার রাজ্যের অর্থ দপ্তরের তরফে এক বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছে, শারদোৎসব ও ঈদের আগে এই বোনাস ও অগ্রিম পাওয়া যাবে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ২০২৫-এর ৩১ মার্চ পর্যন্ত যে সব কর্মীদের বেতন মাসে ৪৪ হাজার বা তার নীচে তাঁরা এবার অ্যাড হক বোনাস পাবেন ৬ হাজার ৮০০ টাকা। ২০২৪-এ এঁদের অ্যাড হক বোনাস ছিল ৬ হাজার এবং বেতনের ঊর্ধ্বসীমা ছিল মাসিক ৪২ হাজার। গত বছরের তুলনায় এবার অ্যাড হক বোনাস বাড়ল ৮০০ টাকা।

উৎসব অগ্রিমও বেড়েছে গত বছরের তুলনায়। মাসে ৪৪ হাজার টাকা থেকে ৫২ হাজার টাকা পর্যন্ত যাঁদের বেতন তাঁরা উৎসব অগ্রিম হিসেবে এবছর পাবেন ২০ হাজার টাকা। গত বছর বেতনের ঊর্ধ্বসীমা ছিল মাসিক ৪২ হাজার থেকে ৫০ হাজার। উৎসব অগ্রিম দেওয়া হয়েছিল ১৮ হাজার টাকা। ২ হাজার টাকা বাড়িয়ে এবছর করা হল ২০ হাজার টাকা। শুধু কর্মচারীরাই নন, ‘অ্যাড হক’ বোনাসের বর্ধিত টাকার অঙ্ক পাবেন পেনশনভোগীরাও। অবসরপ্রাপ্ত সরকারি কর্মীদের জন্যও উৎসব ভাতা ঘোষণা করেছে রাজ্য সরকার। ৩১ মার্চ ২০২৫-এর মধ্যে যাঁরা অবসর নিয়েছেন বা নিতে চলেছেন, তাঁরা এই উৎসব ভাতা পাবেন। যাঁদের পেনশন মাসে ৩৮ হাজার টাকার কম তাঁরা ভাতা পাবেন ৩ হাজার ৫০০ টাকা। গত বছর এই ভাতার পরিমাণ ছিল ৩ হাজার ২০০ টাকা। এবার ৩০০ টাকা বাড়ল।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen