কোচবিহারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত ১০ জন পুণ্যার্থীর পরিবারকে ক্ষতিপূরণ রাজ্যের

রবিবার রাতে জল্পেশের শিব মন্দিরে যাওয়ার পথে দুর্ঘটনাটি ঘটেছে।

August 2, 2022 | < 1 min read
Published by: Drishti Bhongi

কোচবিহারে জল্পেশ মন্দিরে রবিবার রাতে পুজো দিতে যাওয়ার পথে একটি পিকআপ ভ্যানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয় ১০ জন পুণ্যার্থীর। অন্তত ১৬ জন এই দূঘটনাও জখম হন। জানা গেছে বৃষ্টির জল পিক আপ ভ্যানের জেনারেটরের সংস্পর্শে আসায় শর্টসার্কিট থেকে বিদ্যুৎস্পৃষ্ট হন সকলে। সেই মৃত ১০ পুণ্যার্থীর পরিবারকে ২ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দিল রাজ্য সরকার।

মঙ্গলবার শীতলকুচির বিডিও অফিসে মৃতদের পরিবারের সদস্যদের হাতে দু’লক্ষ টাকার চেক তুলে দেন রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস। মুখ্যমন্ত্রীর নির্দেশেই কোচবিহারে এসেছিলেন মন্ত্রী।

রবিবার রাতে জল্পেশের শিব মন্দিরে যাওয়ার পথে দুর্ঘটনাটি ঘটেছে। একটি পিকাপ ভ্যানে চড়ে ৩৬ জন পুর্ণ্যার্থীর একটি দল জল্পেশের উদ্দেশে যাচ্ছিলেন। গাড়িতে চলছিল ডিজে। ছিল জেনারেটরের ব্যবস্থা। সেই জেনারেটর থেকেই কোনওভাবে শর্ট সার্কিট হয় বলে জানা গিয়েছে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen