বন্ধ করতে হবে প্রাইভেট টিউশন, সরকারি স্কুলের শিক্ষকদের কড়া নির্দেশ সরকারের

এবার সরকারি স্কুলের শিক্ষক-শিক্ষিকাদের জন্য কড়া নির্দেশিকা জারি করল রাজ্য সরকার।

June 30, 2022 | < 1 min read
Published by: Drishti Bhongi

রাজ্যের সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলগুলির শিক্ষক-শিক্ষিকাদের প্রাইভেট টিউশনি নিয়ে অভিযোগ দীর্ঘদিনের। শুধু যারা গৃহশিক্ষকতা করেন, তাঁরাও বারংবার এই অভিযোগ করে আসছেন। আর তাই এবার সরকারি স্কুলের শিক্ষক-শিক্ষিকাদের জন্য কড়া নির্দেশিকা জারি করল রাজ্য সরকার।

রাজ্যের সরকারি এবং সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলের শিক্ষক-শিক্ষিকার যাতে কোনও ভাবেই প্রাইভেট টিউশন করতে না পারেন তার জন্য বিজ্ঞপ্তি জারি করল রাজ্যের স্কুল শিক্ষা দপ্তর। সোমবার রাতে এই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে বলে জানা গিয়েছে। সেই বিজ্ঞপ্তি অনুযায়ী, রাজ্যের সমস্ত সরকারি স্কুল, সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুল, মডেল স্কুল এবং এনআইজিএসগুলির শিক্ষক-শিক্ষিকারা এবার থেকে আর কোনও ভাবেই প্রাইভেট টিউশান করতে পারবেন না। এমনকী পড়াতে পারবেন না কোনও কোচিং সেন্টারেও।

এই নির্দেশিকা অনুযায়ী, স্কুল শিক্ষা দপ্তরের এই নিয়ম অমান্য করলে সেই শিক্ষক বা শিক্ষিকার চাকরিও পর্যন্ত চলে যেতে পারে। শুধু তাই নয়, আটকে যেতে পারে ওই ব্যক্তির পেনশনও। এই নির্দেশ যাতে অক্ষরে অক্ষরে মেনে চলা হয় তার জন্য রাজ্যের স্কুল শিক্ষা দপ্তরের তরফে ওই সব স্কুলের প্রধান শিক্ষকদের কাছে নোটিশও পাঠানো হচ্ছে বলে জানা গিয়েছে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen