২৩ জানুয়ারি থেকেই যাত্রা শুরু করবে পুলিশের নেতাজি ব্যাটালিয়ন

নবগঠিত নেতাজি ব্যাটালিয়নকে ধরলে সংখ্যাটি নয়ে পৌঁছে যাবে। প্রতিটি ব্যাটালিয়নে সাতটি করে কোম্পানি থাকে।

January 18, 2023 | < 1 min read
Published by: Drishti Bhongi
নেতাজি ব্যাটালিয়ন, ছবি সৌজন্যে-alamy

২৩ জানুয়ারি নেতাজির জন্মদিনের দিন থেকে কাজ শুরু করতে চলেছে নেতাজি ব্যাটালিয়ন (WB Women Police Battalion)। ওই দিন হাওড়ার ডুমুরজলায় অনুষ্ঠানিক সূচনা হবে নেতাজি ব্যাটালিয়নের। বর্তমানে কলকাতা আর্মড পুলিশের অধীনে আটটি ব্যাটালিয়ন রয়েছে। এছাড়াও কলকাতায় কমব্যাট ফোর্সের ন্যায় স্পেশালাইজ ব্যাটালিয়ন রয়েছে।

নবগঠিত নেতাজি ব্যাটালিয়নকে ধরলে সংখ্যাটি নয়ে পৌঁছে যাবে। প্রতিটি ব্যাটালিয়নে সাতটি করে কোম্পানি থাকে। প্রতিটি কোম্পানিতে গড়ে ১০০ জন করে কনস্টেবল থাকে। নেতাজি ব্যাটালিয়ন আপাতত ২০০ জন কনস্টেবল নিয়ে কাজ শুরু করবে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen