WB Police Recruitment: বাম আমলে বন্ধ হয়ে যাওয়া স্পোর্টস কোটা ফের চালু করছে রাজ্য

সূত্রের খবর, মোট নিয়োগের ২ শতাংশ স্পোর্টস কোটা রাখার সিদ্ধান্ত নিয়েছে নবান্ন। জানা গিয়েছে, দ্রুত জারি হবে এই সংক্রান্ত সরকারি নির্দেশিকা।

February 28, 2024 | < 1 min read
Published by: Drishti Bhongi
রাজ্য পুলিশে স্পোর্টস কোটায় নিয়োগ

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: বাম আমলের মাঝামাঝি সময়ে বন্ধ হয়ে গিয়েছিল রাজ্য পুলিশে স্পোর্টস কোটায় নিয়োগ। ফলে খেলোয়াড়ের অভাবে বিভিন্ন স্পোর্টস ইভেন্টে অংশ নেওয়া কমতে থাকে। বর্তমানে অধিকাংশই ইভেন্টে রাজ্য পুলিসে খেলোয়াড়ের সংখ্যা শূন্যে নেমে এসেছে। এই সমস্যা থেকে স্থায়ী সমাধান বাতলে দিতে এবার উদ্যোগী রাজ্য প্রশাসন। সূত্রের খবর, মোট নিয়োগের ২ শতাংশ স্পোর্টস কোটা রাখার সিদ্ধান্ত নিয়েছে নবান্ন। জানা গিয়েছে, দ্রুত জারি হবে এই সংক্রান্ত সরকারি নির্দেশিকা।

একটা সময়ে প্রতিবছর পুলিস ক্রীড়া প্রতিযোগিতার ফুটবল, ভলিবল, হকি, বক্সিংসহ বিভিন্ন স্পোর্টস ইভেন্টে অংশ নিত বাংলার পুলিস। কিন্তু বর্তমানে সেই সংখ্যাটা নেই বললেই চলে। তাই স্পোর্টস কোটায় আলাদা নিয়োগ চেয়ে প্রস্তাব পাঠানো হয়েছে নবান্নে। সেই প্রস্তাবে বলা হয়েছে, এর ফলে ভালো সংখ্যক বেকার যুবক-যুবতীর চাকরি হবে। সেই সঙ্গে প্রতিভাবান খেলোয়াড়ও তুলে আনা যাবে। ভবিষ্যতে জাতীয় স্তরের সঙ্গে আন্তর্জাতিক প্রতিযোগিতায়ও বাংলার প্রতিনিধিত্ব বাড়বে। এতে বৃদ্ধি পাবে রাজ্যের সুনাম। খবর মিলেছে, এই প্রস্তাবে সম্মতি দিয়েছেন নবান্নের কর্তারা। তবে নির্দেশিকা জারির পরেই জানা যাবে কীভাবে শুরু হবে এই সংক্রান্ত নিয়োগ প্রক্রিয়া।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen