বেসরকারি গাড়ির চালকদের নিয়ন্ত্রণে আনতে অভিনব উদ্যোগ নিচ্ছে রাজ্য
এবার বেসরকারি গাড়ির চালাকদের ইউনিক ডকুমেন্ট আইডিন্টেফিকেশন নম্বর দিতে চলেছে রাজ্যের পরিবহণ দপ্তর
Authored By:

ছবি সৌজন্যে: indianexpress.com
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: এবার বেসরকারি গাড়ির চালাকদের ইউনিক ডকুমেন্ট আইডিন্টেফিকেশন নম্বর দিতে চলেছে রাজ্যের পরিবহণ দপ্তর। গাড়ি চেকিংয়ের সময় চালকদের এই নম্বর দেখাতে হবে। বেসরকারি গাড়ির চালকদেরও এবার নিয়ন্ত্রণে আনতে চলেছে সরকার। ফলে পরিবহণ দপ্তর তথা সরকার সহজেই জানতে পারবে কোন গাড়ি কে চালাচ্ছে। সেক্ষেত্রে কোনরকম সমস্যা হলে দ্রুত গাড়ির মালিক এবং চালককে চিহ্নিত করতে সুবিধা হবে। গাড়ি ট্র্যাক করাও সহজ হবে। উল্লেখ্য, পরিবহণ দপ্তরের প্রায় দেড়শো রকমের অনলাইন পরিষেবা শুরু করেছে। সেই তালিকায় নয়া সংযোজন এটি।
সম্প্রতি পরিবহণ দপ্তর এ বিষয়ে একটি বিজ্ঞপ্তি জারি করেছে। সাফ জানানো হয়েছে, যাত্রী নিরাপত্তা সুনিশ্চিত করতে, যেকোন গাড়ির মালিক ও চালকের যাবতীয় তথ্য পরিবহণ দপ্তরের পোর্টালে রাখা হচ্ছে। রাজ্যের পরিবহণমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তীর কথায়, যাত্রী নিরাপত্তার কথা মাথায় রেখেই ব্যক্তিগত ও বেসরকারি গাড়ির চালকদেরও তথ্য তাঁরা রাখছেন। কোন ধরণের সমস্যা হলে, যাতে দ্রুত তা চিহ্নিত করা যায়।
ইউডিআইএন পোর্টালে তথ্য নথিভুক্তিকরণ করতে হবে। গাড়ির মালিকরাই জানাবেন, কোন গাড়ি কোন চালক চালাচ্ছেন। সেই অনুসারে চালককে আইডেন্টিফিকেশন নম্বর দেওয়া হবে। সেই নম্বর দিয়ে দেওয়া হবে চালকদের মোবাইলে। ড্রাইভার সাপ্লাই এজেন্সিদের চালকদেরকেও এই নম্বর নিতে হবে। সেক্ষেত্রে কোনরকম সমস্যা হলে, পুলিশ বা পরিবহণ দপ্তর ওই এজেন্সিকে ধরবে। প্রত্যেক চালককেই এই নম্বর নিতে হবে। স্কুলবাস ও পুলকারের ক্ষেত্রে অভিভাবকদের চিন্তা লাঘব হবে। কারণ চালকের যাবতীয় তথ্য থাকবে পরিবহণ দপ্তরের কাছে।
উল্লেখ্য, ইউডিআইএন নম্বরটির সঙ্গে আধার নম্বরে সংযোজিত করা থাকবে। গাড়ির মালিকের আধার নম্বর দিলেই জানা যাবে কার গাড়ি কে চালাচ্ছে। নতুন করে আবেদন করে, এক বছর পর এই নম্বর রিনিউ করতে হবে। গাড়ির মালিক চাইলেই যেকোনও সময় এই নম্বর বাতিল করতে পারবে।