মুখ্যমন্ত্রীর সুপারিশ মেনেই দুই বিশ্ববিদ্যালয়ের VC নিয়োগের সিদ্ধান্ত সুপ্রিম কোর্টের

বিচারপতি ইউইউ ললিতের নেতৃত্বাধীন কমিটি দুই পক্ষের বক্তব‍্যকে গুরুত্ব দিয়ে নিরপেক্ষভাবে উপাচার্যের অর্ডার অফ প্রেফারেন্স তৈরি করবেন।

August 1, 2025 | 2 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ৪.৫৭: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সুপারিশ মেনেই করতে হবে ২ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগের নির্দেশ দিল দেশের শীর্ষ আদালত। কেবল দু’টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগের বিষয়েই আজ, শুক্রবার নির্দেশ দিয়েছে সর্বোচ্চ আদালত। শীর্ষ আদালত জানিয়েছে, বাকি ১৫টি বিশ্ববিদ্যালয়ের জন্য দ্রুত সিদ্ধান্ত নেবে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির হাই পাওয়ার সিলেকশন কমিটি। চার সপ্তাহ পর মামলার পরবর্তী শুনানি। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় এবং কোচবিহার পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ের জন‍্য মুখ‍্যমন্ত্রীর চিহ্নিত অর্ডার অফ প্রেফারেন্সের তালিকায় থাকা এক নম্বর প্রার্থীকে নিয়োগ করার নির্দেশ দেওয়া হয়েছে সুপ্রিম কোর্ট। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের (Rabindra Bharati University) নতুন উপাচার্য হলেন সোনালী চক্রবর্তী বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে রাজ্যের পছন্দের প্রার্থী সঞ্চারী মুখোপাধ্যায়কে কোচবিহার বিশ্ববিদ্যালয়ের (Coochbehar University) উপাচার্য পদে নিয়োগ করা হল।

অস্থায়ী উপাচার্য নিয়োগ নিয়ে রাজ্য-রাজ্যপাল সংঘাতের আবহ তৈরি হয়েছে। মামলা হয় শীর্ষ আদালতে। ২০২৪-র জুলাই মাসে প্রাক্তন প্রধান বিচারপতি ললিতের নেতৃত্বে সার্চ-কাম-সিলেকশন কমিটি গঠন করে আদালত। সেই কমিটিকে উপাচার্যদের নামের তালিকা তৈরি করে তা মুখ্যমন্ত্রীর কাছে পাঠাতে বলা হয়। রাজ্যপাল সুপ্রিম কোর্টে জানান, তালিকা ধরে নিয়োগের ক্ষেত্রে সমস্যা হচ্ছে । ৩৬ জন উপাচার্য নিয়োগের সেই তালিকায় ১৫টি নিয়ে ভিন্নমত পোষণ করেন মুখ্যমন্ত্রী ও রাজ‍্যপাল। এরপরই সার্চ কমিটির কাছে রিপোর্ট তলব করে সুপ্রিম কোর্ট। গত সপ্তাহে রিপোর্ট পেশ করে সার্চ-কাম-সিলেকশন কমিটি।

আজ, শুক্রবার বিচারপতি সূর্য কান্ত ও বিচারপতি জয়মাল্য বাগচির বেঞ্চের উপাচার্য নিয়োগ মামলার শুনানি হয়। আদালত জানায়, বিচারপতি ইউইউ ললিতের নেতৃত্বাধীন কমিটি দুই পক্ষের বক্তব‍্যকে গুরুত্ব দিয়ে নিরপেক্ষভাবে উপাচার্যের অর্ডার অফ প্রেফারেন্স তৈরি করবেন। যত দ্রুত সম্ভব তা করতে বলা হয়েছে।

বিচারপতি জানিয়েছেন, বাংলায় ৩৬টি বিশ্ববিদ্যালয় রয়েছে। যার মধ্যে ১৯টি উপাচার্য নিয়োগ সম্পন্ন হয়েছে। সমস্যা তৈরি হয়েছিল বাকি ১৭টি বিশ্ববিদ্যালয় নিয়ে। যাদবপুর, কলকাতা, রবীন্দ্রভারতী-সহ রাজ্যের নামী শিক্ষা প্রতিষ্ঠানগুলি রয়েছে সেই তালিকায়। এই ১৭টি বিশ্ববিদ্যালয়ে প্রস্তাবিত উপাচার্যদের নাম নিয়ে সর্বপ্রথম সরব হন আচার্য তথা রাজ্যপাল সিভি আনন্দ বোস। এর আগে ১৯টি বিশ্ববিদ্যালয়ে মুখ্যমন্ত্রীর পছন্দেই সায় দিলেও এই ১৭টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের নামে আপত্তি জানান রাজ্যপাল। দ্বারস্থ হন সুপ্রিম কোর্টে। মামলার শুনানি পর্বে জট কাটিয়ে ১৭টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে দু’টি বিশ্ববিদ্যালয়, রবীন্দ্রভারতী ও কোচবিহারের উপাচার্যের নাম চূড়ান্ত করে ফেলল শীর্ষ আদালত।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen