আজ রাজ্য জয়েন্টের ফলপ্রকাশ

বোর্ডের যে সংস্থার সঙ্গে চুক্তি হয়েছে, তারা প্রাথমিক শিক্ষা পর্ষদকে ডিএলএড কোর্সে ভর্তির ক্ষেত্রেও পরিষেবা দিচ্ছে।

August 7, 2020 | < 1 min read
Published by: Drishti Bhongi

আজ দুপুর ১টায় ভার্চুয়াল সাংবাদিক বৈঠকে রাজ্য ইঞ্জিনিয়ারিং জয়েন্টের ফল প্রকাশ করা হবে। আর দুপুর আড়াইটের পর www.wbjeeb.in এবং www.wbjeeb.nic.in ওয়েবসাইটগুলি থেকে র‌্যাঙ্ক কার্ড ডাউনলোড করতে পারবেন ছাত্রছাত্রীরা। এবার রাজ্যজুড়ে থাকা প্রায় ১৭ হাজার কমন সার্ভিস সেন্টারের মাধ্যমে অনলাইন কাউন্সেলিংয়ে অংশগ্রহণ করতে পারবেন ছাত্রছাত্রীরা। বোর্ডের যে সংস্থার সঙ্গে চুক্তি হয়েছে, তারা প্রাথমিক শিক্ষা পর্ষদকে ডিএলএড কোর্সে ভর্তির ক্ষেত্রেও পরিষেবা দিচ্ছে।

কোভিডের জন্য সেভাবে প্রি-কাউন্সেলিং সম্ভব না হওয়ায়, রাজ্যের কোন জেলার কোথায়, ক’টি ইঞ্জিনিয়ারিং বা ফার্মাসি কলেজ রয়েছে, সেগুলিতে কত আসন রয়েছে, এই সমস্ত তথ্যই অভিনব পদ্ধতিতে ম্যাপের আকারে বোর্ডের ওয়েবসাইটে তুলে দেওয়া হয়েছে। কলেজটি কবে প্রতিষ্ঠিত, তার মান কেমন প্রভৃতি তথ্য এক জায়গায় পেয়ে যাবেন পড়ুয়ারা। তা থেকে তাঁদের সিদ্ধান্ত নিতে সুবিধা হবে। এবারই প্রথম অনলাইনে কাউন্সেলিং হবে। শুধু তাই নয়, ভর্তির জন্য কলেজগুলিতে পৌঁছে প্রার্থীদের যে রিপোর্টিং করতে হয়, সেটাও হবে ভার্চুয়ালি। তবে কাউন্সেলিং প্রক্রিয়া অনেক চমক থাকবে বলে দাবি করছেন বোর্ড এবং উচ্চশিক্ষা দপ্তরের আধিকারিকরা। কিন্তু এখনই সে বিষয়ে মুখ খুলতে রাজি নন তাঁরা।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen