‘আপনাদের কাজের জায়গা নিরাপদ ও সুরক্ষিত রাখতে আমরা বদ্ধপরিকর’ – জুনিয়র ডাক্তারদের বার্তা রাজ্য পুলিশের ডিজির

আরজি কর কাণ্ডের পর বুধবার প্রথম মুখ খুললেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার।

September 12, 2024 | < 1 min read
Published by: Drishti Bhongi
রাজ্যের DGP রাজীব কুমার

নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি: আরজি কর কাণ্ডের পর বুধবার প্রথম মুখ খুললেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার। মুখ্য সচিব মনোজ পন্থের সঙ্গে নবান্নে সাংবাদিক বৈঠক করে রাজীব বলেন, “জুনিয়র ডাক্তার ভাইবোনদের বলছি, আপনাদের কাজের জায়গা নিরাপদ ও সুরক্ষিত রাখতে আমরা বদ্ধপরিকর। খুব দ্রুত একটা বদল দেখতে পাবেন।” ডিজি আরও বলেন, “আপনারা যখন স্বাস্থ্য পরিকাঠামোর উন্নতি চাইছেন, তাহলে খোলা মন নিয়ে আলোচনায় আসুন। ভুল পথে যাবেন না।”

গত সোমবার সর্বোচ্চ আদালতে শুনানিতে রাজ্য সরকার হলফনামা দিয়ে জানিয়েছে, রাজ্যের সরকারি হাসপাতাল ও মেডিকেল কলেজগুলিতে সুরক্ষা ও নিরাপত্তা বাড়াতে তহবিল বরাদ্দ করা হয়েছে। ৬ হাজারের উপর অতিরিক্ত ক্লোজড সার্কিট টিভি ক্যামেরা লাগানো হবে। মহিলা ও পুরুষদের জন্য পৃথক রেস্ট রুম তৈরি করা হবে হাসপাতালগুলিতে। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় নির্দেশ দিয়েছিলেন, দ্রুততার সঙ্গে কাজ করতে হবে। জেলা হাসপাতালগুলিতে কাজের বাস্তবায়নের উপর নজর রাখতে হবে জেলা শাসককে।

রাজ্য সরকার যে সুপ্রিম কোর্টের নির্দেশ পালন করছে এদিন ইঙ্গিত দিয়েছেন ডিজি রাজীব কুমার। তিনি জুনিয়র চিকিৎসকদের উদ্দেশ্যে বলেছেন, দ্রুত বদল দেখতে পাবেন। শুধু জুনিয়র ডাক্তার নয়, সরকার সামগ্রিকভাবে রাজ্যের মানুষকেও বোঝাতে চাইছে যে হাসপাতালে নিরাপত্তা ও সুরক্ষা বাড়াতে সরকার আন্তরিক। আম জনতার স্বার্থেই এবার অচলাবস্থা কাটা বাঞ্ছনীয়।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen