আর ভিন রাজ্যে যেতে চাননা বাংলায় ফেরা শ্রমিকরা

লকডাউনের দিনগুলিতে পেটে টান পড়েছে। থাকতে হয়েছে অনাহারে। মালদায় ফিরে সেই দুর্দশার কথাই জানালেন রাজস্থান থেকে ফেরা শ্রমিকরা। ভিন রাজ্যে কাজ করতে যাওয়া এখন তাদের কাছে শুধুই আতঙ্ক। আপাতত তারা থাকতে চান পরিবারের লোকেদের কাছেই।

May 17, 2020 | < 1 min read
Published by: Drishti Bhongi

লকডাউনের দিনগুলিতে পেটে টান পড়েছে। থাকতে হয়েছে অনাহারে। মালদায় ফিরে সেই দুর্দশার কথাই জানালেন রাজস্থান থেকে ফেরা শ্রমিকরা। ভিন রাজ্যে কাজ করতে যাওয়া এখন তাদের কাছে শুধুই আতঙ্ক। আপাতত তারা থাকতে চান পরিবারের লোকেদের কাছেই।

আর ভিন রাজ্যে যেতে চাননা বাংলায় ফেরা শ্রমিকরা

মালদায় মোট শ্রমিকের সংখ্যা কয়েক লক্ষ। নির্মাণের কাজের শ্রমিক সব জায়গাতেই মালদা এবং মুর্শিদাবাদ থেকেই আনা হয়। বিভিন্ন রাজ্যে কর্মরত নির্মাণ শ্রমিকদের মধ্যে বেশীরভাগই মালদার বাসিন্দা। দেরাদুন, কাশ্মীর, নাগপুর প্রভৃতি রাজ্যে বাগিচা ফসলে যেসব দিনমজুর কাজ করে তারা বেশীর ভাগই মালদার। 

প্রশাসন সূত্রে জানানো হয়েছে এখনো ভিন রাজ্যে আটকে আছে ১০,০০০ শ্রমিক। তাদেরও ফেরানোর ব্যবস্থা করা হচ্ছে। 

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen