IND vs WI: দিল্লিতে আবহাওয়া ও উইকেটই হবে মূল চ্যালেঞ্জ

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১২.৫০: ভারত-ওয়েস্ট ইন্ডিজ টেস্ট সিরিজের প্রথম ম্যাচে লজ্জার হার দেখে এবার উইকেটের চরিত্রে আসছে বড় পরিবর্তন। ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক রস্টান চেজ–এর দল আমেদাবাদে প্রথম টেস্টে পাঁচ দিনও টিকতে পারেনি। মাত্র আড়াই দিনে ভারত ইনিংস ও ১৪০ রানে বিধ্বস্ত করেছে ক্যারিবিয়ানদের। এবার দিল্লিতে দ্বিতীয় ও শেষ টেস্টে ব্যাটিং পিচ দেওয়া হতে পারে বলে খবর।
শুভমন গিলের নেতৃত্বাধীন ভারতীয় দল প্রথম টেস্টের প্রতিটি সেশন দাপটের সঙ্গে নিয়ন্ত্রণ করে। প্রথম ইনিংসে বড় লিড নিয়ে তৃতীয় দিনের সকালেই ঘোষণা করে দেয় ভারত, যাতে অল্প সময়ের মধ্যেই ম্যাচ শেষ করা যায়। রিপোর্ট বলছে, দ্বিতীয় টেস্টে Arun Jaitley Stadium–এর উইকেট কালো মাটি দিয়ে তৈরি হবে, যা শুরুতে ব্যাটসম্যানদের জন্য অনেক সুবিধার হয়ে উঠতে পারে। তবে ম্যাচ যত গড়াবে, উইকেটের ক্ষয়ে ধীরে ধীরে স্পিনাররাও কার্যকর ভূমিকা নিতে পারবে।
আমেদাবাদের পিচে শুরুর দিনেই পিচে ঘাস ও বাতাসে আর্দ্রতা ছিল। তার ফলেই ভারতের পেসাররা প্রথম সেশনে চার উইকেট তুলে নিয়েছিল। পরে ফাস্ট বোলারদের পায়ের দাগ কাজে লাগিয়ে স্পিনাররা আরও মারাত্মক হয়ে ওঠে। এই কারণেই ওয়েস্ট ইন্ডিজ ব্যাটিং পুরোপুরি ভেঙে পড়ে।
দিল্লির উইকেট এর আগে সর্বশেষ টেস্ট অনুষ্ঠিত হয়েছিল ২০২৩ সালে,অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। সেই সময় ধীর গতির টার্নিং ট্র্যাকে সহজেই জয় পেয়েছিল ভারত।
তবে এবার শুধু পিচই নয়, আবহাওয়াও ভূমিকা নিতে পারে। সাম্প্রতিক বৃষ্টির কারণে দিল্লির সকাল এখন অনেকটা ঠান্ডা, আর বিকেলের দিকে ঘন কালো মেঘে ঢেকে যাচ্ছে আকাশ। এর ফলে ম্যাচের গতি বিঘ্নিত হতে পারে বলেই ধারণা।
ভারতের লক্ষ্য সিরিজে ওয়াইট ওয়াশ করা। প্রথম টেস্টে একতরফা জয়ের পর দ্বিতীয় ম্যাচেও ব্যাট ও বলে সমানতালে আধিপত্য দেখাতে মরিয়া গিলের দল। অন্যদিকে, ব্যাটিং ব্যর্থতা কাটিয়ে ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জ ওয়েস্ট ইন্ডিজের সামনে। দিল্লির উইকেট ও আবহাওয়া কতটা প্রভাব ফেলতে পারে, সেটাই এখন দেখার বিষয়।