চলছে শীতের ব্যাটিং, আজ মরশুমের শীতলতম দিন

রবিবারও তা ১৩ ডিগ্রি সেলসিয়াসে নেমে এসেছে। সর্বোচ্চ তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করছে।

December 18, 2022 | < 1 min read

Authored By:

Drishti Bhongi Drishti Bhongi

মাঝ ডিসেম্বরে ঝোড়ো ব্যাটিং শুরু করছে শীত। তাপমাত্রার পারদ নেমেই যাচ্ছে, হাওয়া অফিসের হিসেব বলছে এই মরশুমের আজ শীতলতম দিন। উত্তুরে হাওয়ার দাপটে কাঁপছে গোটা বাংলা। কলকাতা থেকে উত্তরবঙ্গ এবং দক্ষিনবঙ্গ থেকে রাজ্যের পশ্চিমাঞ্চলের জেলাগুলি, সর্বত্র জাঁকিয়ে বসেছে শীত। কলকাতার সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা, স্বাভাবিকের থেকে কম। গতকাল অর্থাৎ শনিবার স্বাভাবিকের থেকে দুই ডিগ্রি কমে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩.২ ডিগ্রি সেলসিয়াস। রবিবারও তা ১৩ ডিগ্রি সেলসিয়াসে নেমে এসেছে। সর্বোচ্চ তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করছে।

দক্ষিণবঙ্গের জেলাগুলিতে পারদ ৮ ডিগ্রি থেকে ১১ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘুরছে। পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে ঠান্ডা পড়েছে। পারদপতন হয়েছে উত্তরবঙ্গেও। শিলিগুড়ি, আলিপুরদুয়ার, এবং জলপাইগুড়িতে সকাল কুয়াশায় ঢাকছে, যা দেখে খুশি শীতবিলাসী বাঙালি। জয়নগরের মোয়া, নলেন গুড় আর সার্কাস প্রেমী বাঙালির জন্যে শীত রাজযোটক। বড়দিনের আগে শীতের আমেজে উদ্দীপ্ত হচ্ছেন পর্যটকরাও।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen