রাতে আবারও বৃষ্টির পূর্বাভাস কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে
সন্ধ্যায় বৃষ্টিতে ভিজবে শহর কলকাতা এমনটি জানিয়েছেন আবহাওয়াবিদরা। এমনকি সেই বৃষ্টি রাত পর্যন্ত চলতে পারে ধারণা আবহাওয়া দপ্তরের।

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৮:০০: গত রাতের বৃষ্টি উত্তপ্ত কলকাতাকে শান্ত করলেও আবার সকাল থেকে ঘামে ভিজছে শহর কিন্তু স্বস্তির খবর আবার সন্ধ্যায় বৃষ্টিতে ভিজবে শহর কলকাতা এমনটি জানিয়েছেন আবহাওয়াবিদরা। এমনকি সেই বৃষ্টি রাত পর্যন্ত চলতে পারে ধারণা আবহাওয়া দপ্তরের।
আবহাওয়া দপ্তরের রিপোর্ট অনুযায়ী, আজ বৃহস্পতিবার কলকাতার সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে ৩৪ ডিগ্রি ও ২৬ ডিগ্রি সেলসিয়াস। গতকাল, কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬.৩ ডিগ্রি ও সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২২.৪ ডিগ্রি। কলকাতা শহরের বিচারে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৪.৫ ডিগ্রি কম।
অন্যদিকে মে মাসের শেষ দিকে বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরী হতে চলেছে মনে করেছেন আবহাওয়াবিদরা। ঘূর্ণিঝড় তৈরী হওয়ার মরশুম এটি তাই শুরু থেকেই বিশেষ নজর থাকে হওয়া অফিসের। কেন্দ্রীয় হওয়া অফিস সূত্রে সোমবার জানা গেছে যে, বুধবার নাগাদ কর্ণাটক উপকূল সংলগ্ন পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হবে। এর প্রভাবে বৃহস্পতিবার আরব সাগরের ওই অংশে তৈরি হবে একটি নিম্নচাপ। সেটি আরও শক্তি বাড়িয়ে উত্তর দিকে এগোবে। আরব সাগরে একটি নিম্নচাপ তৈরি হবে তার আগেই কিন্তু সেটি শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হবে কি সেই ব্যাপারে এখনো কিছু জানায়নি তারা।