অষ্টমী থেকে দশমী কলকাতায় বৃষ্টির পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তরের
দেশের পশ্চিমাংশ থেকে মৌসুমি বায়ুর ধীরে ধীরে সরতে শুরু করেছে।

দেবীপক্ষের সূচনাতেই মন খারাপ করা খবর শোনাল আলিপুর আবহাওয়া দপ্তর। পুজোর মধ্যে কলকাতায় বৃষ্টি হবে বলে জানাল হাওয়া অফিস। এক আধ দিন নয়, অষ্টমী থেকে দশমী টানা বৃষ্টিপাত হবে কলকাতায়। উৎসবের দিনগুলোয় এই দুঃসংবাদ শুনে কার্যত মনখারাপ হয়ে গিয়েছে বাঙালির।
আবহাওয়া দপ্তরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় বলেন, ‘আন্দামান সাগরে তৈরি হয়েছে একটি ঘুর্ণাবর্ত। এর জেরে কলকাতা সহ দক্ষিণবঙ্গের নানা জেলায় বৃষ্টিপাত হবে। প্রাক পুজোর সময়েও বৃষ্টিপাতের পুর্বাভাস রয়েছে।’ তিনি আরও বলেন, ‘এই মুহূর্তে সাব হিমালয়ান বঙ্গের উপরে একটা ঘূর্ণাবর্ত রয়েছে।
দেশের পশ্চিমাংশ থেকে মৌসুমি বায়ুর ধীরে ধীরে সরতে শুরু করেছে। এরপর সেটি বাংলার দিকে ধেয়ে।’
আগামী ১০ তারিখ থেকে উত্তর আন্দামান সাগরে নিম্নচাপ প্রকোপ বাড়তে শুরু করবেন বলে জানান তিনি। প্রাথমিকভাবে ওড়িশা এবং অন্ধ্রের প্রভাব পড়বে। পুজোর তিনদিন এর প্রভাব টের পাবে শহরবাসী।